Wednesday, November 6, 2024
বাড়িখবররাজ্যটিকিট কাটার নাম করে দিন দুপুরে এয়ার ট্রাভেলসের দোকানের ক্যাশ কাউন্টার থেকে...

টিকিট কাটার নাম করে দিন দুপুরে এয়ার ট্রাভেলসের দোকানের ক্যাশ কাউন্টার থেকে টাকা চুরি

ইদানিং রাজ্যে চুরির দলের দৌরাত্ম বেড়ে গিয়েছে , বাড়িঘর থেকে শুরু করে অফিস আদালত , এমনকি দেবতালয় ও বাদ যায়নি চুরেদের হাত থেকে। প্রশাসনের ভূমিকায় সন্তুষ্ট নয় সাধারণ জনগণ, কচি মাথাদের পাকড়াও করতে পারলে চুরদের সর্দারকে জালে তুলতে এখনো সক্ষম হয়নি রাজ্যের পুলিশ প্রশাসন। যার ফলে একপ্রকার পুলিশ প্রশাসনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নিজেদের দৌরাত্ম বাড়িয়েই চলেছে চুরির দল, এমনই আবার একটি ঘটনা সামনে এলো জানা যায় গতকাল আনুমানিক ৬ টায় রামনগর ১ স্থিত সায়ন্তন দেবের বাড়ির মধ্যে থাকা এয়ার ট্রাভেলস এর দোকানে ঢুকে কেশের মধ্যে থাকা প্রায় ১৫০০ টাকা নিয়ে যায় চোর।বাড়ির মালিক সায়ন্তন দেব পুলিশের উপর এক রাশ ক্ষোভ উগরে দেন,বাড়ির মালিক জানান পুলিশ কে ফোন করার পর পুলিশ জানান তাদের কাছে পর্যাপ্ত থানার গাড়ি নেই তাই আসতে দেরি হবে, যথারীতি পুলিশ ঘটনাস্থলে সময়ের অনেক পরেই আসেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য