রাজ্য সরকার রাজ্যকে নেশা মুক্ত করতে যথাসম্ভব চেষ্টা চালালেও কাজের কাজ কিছুই হচ্ছে না, বেশ কিছু ছোটখাটো নেশা কারবারিকে জালে তুলতে পারলেও বেপরোয়া হয়ে নিজেদের ব্যবসা রমরমা ভাবে চালাচ্ছে নেশা কারবারীর মাস্টার মাইন্ডরা। বৃহস্পতিবার গাঁজা পাচারের সময় গোপন সূত্রে রেল পুলিশের কাছে খবর আসে যে এক ব্যক্তি কিছু কার্টুন সন্দেহজনকভাবে কাস্টমস অফিসের দিকে আসছে সে খবর পেয়ে রেল পুলিশ সেই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ চালালে তিনি জানান এই কার্টুনের ভেতরে কিছু গ্রাইন্ডার মেশিনের বাক্স রয়েছে ওজন করালে পুলিশের সন্দেহ হয় এবং কার্টুন গুলি খুলে চেক করলে কার্টুন গুলির ভেতর থেকে ৮৬ প্যাকেট প্যাকেট যতো গাঁজা উদ্ধার হয়, আইনতভাবে সেই ব্যক্তিকে আটক করা হয়। আটকৃত ব্যক্তির নাম উত্তম পাল।