আবারো হাপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালের এস আই এস কোম্পানির বেসরকারি এক মহিলা নিরাপত্তা রক্ষির বিরুদ্ধেউঠল গুরুতর অভিযোগ । জানা গেছে হাঁপানিয়া হাসপাতালে দীর্ঘদিন ধরে এস আই এস কোম্পানির বেসরকারি নিরাপত্তা রক্ষীরা হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে রয়েছে। কিন্তু হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার এক মহিলা বেসরকারি নিরাপত্তা রক্ষীক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠে আসলো। জানা গেছে হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার সকাল থেকে ফিমেল মেডিসিন বিভাগের নিরাপত্তার দায়িত্বে ছিলেন এক মহিলা বেসরকারি নিরাপত্তা রক্ষী। এই মহিলা বেসরকারি নিরাপত্তা রক্ষী মঙ্গলবার সকাল থেকেই হাসপাতালের চিকিৎসাধীন রোগীর আত্মীয় পরিজনদের সাথে খারাপ আচরণ করে আসছে ঠিক এরই মধ্যে সিপাহিজলা জেলার বৈরাগী বাজার এলাকার হাসপাতালে চিকিৎসাধীন থাকা এক মহিলার ছেলে তার মাকে সাহায্য করার জন্য ভেতরে ঢুকতে চাইলে ওই মহিলা নিরাপত্তা রক্ষী ওই মহিলার ছেলেকে ভেতরে ঢুকতে দেয়নি। যুবকটি বারবার ওই মহিলা নিরাপত্তা রক্ষীকে অনুরোধ জানিয়ে আসছিল ভেতরে তার মাকে সাহায্য করার মত কেউ নেই পরে ওই বেসরকারি নিরাপত্তা রক্ষী মহিলা ক্ষিপ্ত হয়ে ওই যুবককে মারধর করে এতে ওই যুবকের কানে প্রচণ্ড আঘাত লাগে এবং সঙ্গে সঙ্গেই ওই যুবককে হাসপাতালে চিকিৎসা করানো হয়।বেসরকারি নিরাপত্তা রক্ষী ওই মহিলার কর্মকাণ্ড দেখে ফিমেল মেডিসিন ওয়ার্ডের অন্যান্য রোগীর আত্মীয়-স্বজন রা প্রতিবাদ জানিয়ে হাসপাতালের সুপার নিকট লিখিত অভিযোগ করেন