আবারো বলিউডে মাতাতে যাচ্ছে ত্রিপুরার কমলপুরের মেয়ে দেবাদ্রিতা দত্ত সম্প্রতি হ্যাম লোক নামে বলিউডে নির্মিত একটি চলচিএওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হয়েছে। এই চলচিএে প্রধান চরিত্রে অভিনয় করেছে দেবাদ্রীতা। সোমবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিকদের নিজেই একথা জানালো। দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় তার এই অভিনীত এই চলচ্চিত্রটি সারা ফেলেছে রাজ্যের মেয়ে হিসেবে রাজ্য বাসীর কাছে আবেদন তারাও যেন এই চলচ্চিত্রটি দেখেন এবং তাকে উৎসাহিত করেন। মূলত মুম্বাইয়ের একটি বস্তি কে কেন্দ্র করে নির্মিত হয়েছে চলচিত্র কিভাবে একজন সাধারন মেয়ে সমাজে প্রতিক্রিয়া তৈরি করতে পারে এই সিনেমায় তা দেখানো হয়েছে বলে জানান। এই দিনের এই সাংবাদিক সম্মেলনে দেবাদ্রীতার সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলায় মডেলিং এজেন্সি টোটাল সেশনের কর্মকর্তারা। তারা জানান রাজ্যের প্রতিভাকে বলিউড সহ বিশ্বের দরবারে পৌঁছে দিতে তারা কাজ করছেন। সংস্থার তরফেও দেবাদ্রীতার চলচিএটি ওটিটি প্লাটফর্মে গিয়ে দেখার আহ্বান রাখেন।