আসন্ন আলোর উৎসব দীপাবলিকে ঘিরে রাজ্যজুড়ে সাজো সাজো রব। বিভিন্ন কালী মন্দিরের চলছে চূড়ান্ত প্রস্তুতি। এই অবস্থায় রবিবার রাতে চোরের দল হানা দেয় বাধারঘাট স্টেডিয়াম সংলগ্ন শ্রীনগর কালীবাড়িতে। কালী মায়ের স্বর্ণালংকারসহ চারটি প্রণামী বাক্স ভেঙ্গে প্রচুর টাকা নিয়ে যায় চোরের দল। অন্যান্য দিনের মতো সোমবার সকালে মন্দিরের পুরোহিত দীপঙ্কর ভট্টাচার্যী পুজো দিতে মন্দিরে আসেন ।তিনি দেখেন কালী মায়ের গায়ের সব স্বর্ণালংকার উধাও। পাশাপাশি চারটি প্রণামী বাক্সও ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে। খবর দেওয়া হয় পুলিশে। এ ব্যাপারে বিস্তারিত বলতে গিয়ে মন্দিরের পুরোহিত দীপঙ্কর ভট্টাচার্যী বলেন, সব মিলিয়ে চুরি গেছে প্রায় দুই লক্ষাধিক টাকা। মন্দির চত্বরে বট গাছের নিচে কিছু যুবক প্রায়শই জমায়েত হয়। এ ব্যাপারে পুলিশকে জানানো হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। ইতিপূর্বেও এই মন্দিরে চুরির ঘটনা ঘটেছিল।এদিন ঘটনার তদন্ত শুরু করেছে এডি নগর থানার পুলিশ ।কালীপুজোর আগে কালীমন্দিরে দুঃসাহিক চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।