ফের রাতের আঁধারে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটলো এবারের ঘটনাস্থল রাজধানীর পূর্বাঞ্চলে কাশিপুর এলাকায় কাশিপুর বাজারে জয় দেবনাথ নামে এক ব্যক্তি প্রায় দিনই রাতে তার গাড়ি রাখেন। সকালেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন তিনি বাজারের পরিচালন কমিটির সদস্যদের সাথে আলোচনাক্রমেই সংশ্লিষ্ট স্থানে গাড়ি রাখেন। অভিযোগ রবিবার রাতে অঞ্জন ঘোষ কিছু সমাজ দ্রোহীদের নিয়ে জয় দেবনাথের বাড়িতে চড়াও হয়, তারা বাড়িতে ঢিল ছোড়ে এবং জয় দেবনাথ কে অসভ্য ভাষায় গালিগালাজ করে পরে বাজারে রাখার তার গাড়িটি ব্যাপক ভাংচুর করে দুষ্কৃতীরা সোমবার সকালে গাড়ি ভাঙচুরের ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়ায় বিষয়টি পূর্ব থানায় জানানো হয় অভিযুক্ত অঞ্জন ঘোষের বিরুদ্ধে আইনক ব্যবস্থা গ্রহণের দাবি জানান সংশ্লিষ্টরা গাড়ির মালিক জয় দেবনাথ গাড়ি ভাঙচুরের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানান।
বাইট=20 থেকে 1.02