Thursday, May 30, 2024
বাড়িখবররাজ্যবাইক থেকে পেট্রোল চুরি করতে এসে দুটি বাইক পুড়িয়ে দিল চোর

বাইক থেকে পেট্রোল চুরি করতে এসে দুটি বাইক পুড়িয়ে দিল চোর

বাইকের পেট্রোল চুরি করতে এসে দুইটি বাইক পুড়িয়ে দিল এক চোর ।চাঞ্চল্য কর ঘটনা রবিবার মাঝ রাতে যোগেন্দ্রনগরের অজিত পল্লী এলাকার পূজন সিংহ রায়ের বাড়িতে ।ঘটনার পরেই অভিযুক্ত লিটন দাস নামে চোর এলাকা ছেড়ে পালিয়ে যায়।ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল কলেজ টিলা ফাঁড়ির অধীন যোগেন্দ্রনগর এর অজিত পল্লী এলাকা টি। ঘটনা রবিবার গভীর রাতে। এই অগ্নিকাণ্ডের নেপথ্যে রয়েছে স্থানীয় এক চোর ।তার নাম লিটন দাস। জানা গেছে রবিবার এলাকার পুজন সিংহ রায়ের বাড়ীর পাশের একটি বাড়িতে সামাজিক অনুষ্ঠান ছিল ।।রাতে এই সামাজিক অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠান শেষে খাওয়া-দাওয়া করে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েন। অভিযোগ ,এই সময় স্থানীয় যুবক লিটন দাস বাড়িতে প্রবেশ করে বাড়িতে রাখা দুটি বাইক থেকে পেট্রোল চুরি করে ।তারপর যাওয়ার সময় একটি বাইকে আগুন ধরিয়ে দেয় সে। অগ্নিকাণ্ডের ঘটনা টের পেয়ে স্থানীয়রা সবাই ছুটে আসেন এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়রা যখন আগুন নেভানোর কাজে মত্ত ছিল তখন অভিযুক্ত লিটন দাস নিজের বাড়িতে চান করছিল। তাকে ঘটনা সম্পর্কে জিজ্ঞেস করা হলে সে কিছুক্ষণ পর এলাকা ছেড়ে পালিয়ে যায়।উল্লেখ্য অজিত পল্লীর পুজন সিংহ রায়ের বাড়িতেই একটি অটো রাখা ছিল। আগুনের লেলিহান শিখা অটোয় ছড়িয়ে পড়তে পারতো ।এর থেকে বিস্ফোরণ ঘটে পাশের বাড়িগুলো অগ্নিকাণ্ডে ভষ্মীভূত হতে পারত। স্থানীয়দের প্রচেষ্টায় বরাত জুড়ে বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পায় গোটা এলাকা ।এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য