Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যমিজোরামে কংগ্রেস সরকার গঠন করবে - আশিস

মিজোরামে কংগ্রেস সরকার গঠন করবে – আশিস

মিজোরামে কংগ্রেস সরকার গঠন করবে। ভাল ফল করবে কংগ্রেস। একটা প্রকৃত গণতান্ত্রিক আবহে সেখানে ভোট হচ্ছে। রবিবার আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের নিয়ে আয়োজিত সভায় যোগদান করে একথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তিনি এদিন জানান রাজ্য থেকে প্রদেশ কংগ্রেস দলের হয়ে মিজোরামে আগামি ৭ তারিখ হতে যাওয়া বিধানসভা ভোটের প্রচারে গিয়েছিলেন রাজ্য থেকে চার সদস্যের এক প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলের সদস্যরা সেখানে কংগ্রেস দলকে প্রচার কাজে সহায়তা করতে গিয়েছিলেন। রাজ্যে ফিরে এসে এই উপলব্দির কথা জানান তিনি। উল্লেখ্য আগামি লোকসভা নির্বাচনের আগে ভারতের চারটি রাজ্যে হতে যাওয়া বিধানসভা নির্বাচন কার্যত দেশের শাসক গোষ্ঠী এবং সংশ্লিষ্ট রাজ্যের শাসক দলের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই চার রাজ্যের বিধানসভার নির্বাচনের ফলাফল অনেক ইঙ্গিতবহ। মুলত দেশের শাসন তকতে আগামী লোকসভা নির্বাচনে কোন দল ক্ষমতায় ফিরতে চলেছে এর একটা জোরদার আভাষ পাওয়া যাবে অন্তত এমনটাই মনে করছে বিশ্লেষক মহল। পাশাপাশি দেশের বর্তমান শাসক গোষ্ঠীর কাজকর্ম প্রত্যেক রাজ্যের সাথে সাথে বিধানসভা ভোট হতে যাওয়া সেই রাজ্যগুলিতে জনগণ কি নিয়েছে এরও একটা ইঙ্গিতপূর্ণ দিকের অনুমান করা যাবে বলে মনে করা হচ্ছে। সেই দিক থেকে এই চার রাজ্যের ভোট খুবই গুরুত্বপূর্ণ। আর পূর্বত্তোরের রাজ্য মিজোরামের বিধানসভা ভোটও দেশের শাসক দলের কাছে তাদের অ্যাক্ট ইস্ট পলিসির বাস্তবায়ন কতটা ফলপ্রসূ হয়েছে এরও একটা নির্ণায়ক মানদণ্ড হিসেবে উঠে আসবে বলে মনে করছে বিভিন্ন রাজনৈতিক মহল। সে দিক থেকে ত্রিপুরায় শাসক দল বিজেপির কাছে তাদের অপর প্রধান বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস দলের সদস্যদের সেখানে গিয়ে ভোটে প্রচার করা রাজ্যের রাজনৈতিক আবহে অনেক তাৎপর্যপূর্ণ। বিশেষ করে সেখানে নির্বাচনের ফলাফল রাজ্য রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছে বিভিন্ন মহল। আর ত্রিপুরায় প্রদেশ কংগ্রেস তাদের ঘর গোছানোর ক্ষেত্রে সে রাজ্যে তাদের এই সফরের বিভিন্ন দিক তুলে ধরে যে আখেরে দলীয় সদস্যদের আরও চাঙ্গা করতে তৎপর হয়েছে এদিনের দলীয় সাংগঠনিক এই বৈঠক এরই দিক নির্দেশ করছে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য