Sunday, December 22, 2024
বাড়িখবররাজ্যসদলীয় কর্মীদের হাতেই এবার রক্তাক্ত হলেন শাসক দল বিজেপির এক পৃষ্ঠাপ্রমুখ

সদলীয় কর্মীদের হাতেই এবার রক্তাক্ত হলেন শাসক দল বিজেপির এক পৃষ্ঠাপ্রমুখ

পেশাগত দায়িত্ব পালন করে নিজ বাড়িতে ফেরার পথে স্বদলীয় কর্মীর হাতেই এবার প্রাণঘাতী হামলার শিকার হলেন আসল দল বিজেপির একনিষ্ঠ কার্যকর্তা তথা এক পৃষ্ঠা প্রমুখ। গুরুতর আহত অবস্থায় এখন এই পৃষ্ঠা প্রমুখ আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন। আহত পৃষ্ঠা প্রমুখের নাম গোলাম মোস্তফা। বয়স ৪৮ বছর। তিনি রাজ্যের একজন প্রাক্তন ফুটবলারও বটে। ঘটনা সোমবার রাতে সোনামুড়া টাউন দৈনিক বাজার এলাকায়। জানা যায়, এই দৈনিক বাজারেই রয়েছে গোলাম মোস্তফার একটি ক্রীড়া সরঞ্জাম বিক্রির দোকান। অন্যান্য দিনের মতো এদিন রাতেও পেশাগত দায়িত্ব শেষ করে নিজ বাড়িতে ফিরে যাবার পথে সশস্ত্র অবস্থায় কয়েকজন দুষ্কৃতিকারী তাকে আটক করে বেধড়ক মারধর করে। অভিযুক্তরা প্রত্যেকেই শাসকদলের কার্যকর্তা। আক্রান্ত গোলাম মুস্তাফা নিজেও একজন বিজেপি দলের পৃষ্ঠা প্রমুখ। বিভিন্ন কারণে এদিন একাকিত্বের সুযোগ নিয়ে নিজের দলীয় কর্মীদের হাতেই রক্তাক্ত হলেন গোলাম মোস্তফা। এই খবর পেয়ে পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যায় সোনামুরা মহকুমা হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার আঘাত গুরুতর হওয়ায় রাতেই আগরতলার জিবি হাসপাতালে হস্তান্তর করে। বর্তমানে জিবি হাসপাতালে চলছে তার চিকিৎসা। আক্রান্ত গোলাম মোস্তফা অভিযোগ করেন, যারা আক্রমণ সংঘটিত করে তারা প্রত্যেকেই শাসক দলের নব্য কার্যকর্তা। এদিন দলীয় আভ্যন্তরীণ কোন্দলের জেরেই তার উপর প্রাণঘাতী হামলা চালায় তারা। ঘটনার পর দমকল বাহিনীর কর্মীদের খবর দিলেও কোন সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি। একইভাবে পুলিশের ভূমিকা নিয়েও তিনি ক্ষোভ ব্যক্ত করেন। তিনি জানান এই আক্রমণের ঘটনার সাথে যারা জড়িত তাদের প্রত্যেকের নাম দাম জানিয়ে খুব শীঘ্রই থানায় মামলা দায়ের করা হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eight + 10 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য