লৌহ মানব বলে পরিচিত সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন ৩১ অক্টোবর। গত বেশ কয়েকবছর ধরেই তার জন্মদিনটিকে গোটা দেশের রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে। এবারও তার ব্যতিক্রম নয়। গোটা দেশজুড়ে সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত এই রাষ্ট্রীয় একতা দিবস। রাজ্যেও মঙ্গলবার গুচ্ছ কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয় দিবসটি। সরকারিভাবে রাজ্য সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এদিন আগরতলায় রাষ্ট্রীয় একতা দিবসে অনুষ্ঠিত হলো রান ফর ইউনিটি। আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে এদিন সকালে একতা দৌড় শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমার শেষে উমাকান্ত একাডেমী প্রাঙ্গনে গিয়ে সমাপ্ত হয়। এদিন দৌড় শুরু হওয়ার আগে দেশকে একতা রাখার লক্ষ্যে অংশগ্রহণকারীদের শপথ বাক্য পাঠ করালেন রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। মন্ত্রী শ্রীনাথ ছাড়াও এদিনের এই কর্মসূচিতে অংশ নেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা, রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, জিমন্যাস্ট দীপা কর্মকার, পশ্চিম ত্রিপুরা জেলার সভাধিপতি হরিদুলাল আচার্য, বিভিন্ন দপ্তরের সচিব, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা সহ আরো বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপনের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী টিংকু রায় বলেন, দেশের স্বাধীনতার ৭৭ বছর বাদেও বিভিন্ন রাজ্যে এখনো বিচ্ছিন্নতাবাদ দেখা যায়। ভারতকে অখন্ড ও একতা রাখার জন্য দায়িত্বে ছিলেন সর্দার বল্লব ভাই প্যাটেল। তার প্রচেষ্টাতেই দেশের অখণ্ডতা ও একতা এখনো অটুট রয়েছে। আর তার জন্যই দেশ সামনের দিকে এগিয়ে চলেছে। দেশের স্বাধীনতার ১০০ বছর পূর্তিতে দেশ বিশ্ব গুরুর আসন নেবে। আর সেই লক্ষ্যেই কাজ করে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।