Wednesday, November 6, 2024
বাড়িখবররাজ্যজমি ক্রয়ের জন্য ক্লাবকে চাহিদা অনুযায়ী টাকা না দেওয়ায়, এবার পুজো প্যান্ডেল...

জমি ক্রয়ের জন্য ক্লাবকে চাহিদা অনুযায়ী টাকা না দেওয়ায়, এবার পুজো প্যান্ডেল ভাঙচুরের অভিযোগ শাসক দলের বেশ কয়েকজন স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে

উৎসবের মাঝেও রাজ্যে অব্যাহত রয়েছে জমি মাফিয়াদের বাড় বাড়ন্ত। গভীর রাতে মাফিয়ারা এবার তাণ্ডব চালালো পুজোর প্যান্ডেলে। শুধু তাই নয়, মাফিয়াদের হাতে শারীরিক ও মানসিকভাবে আক্রান্ত হলো প্যান্ডেলের নিরাপত্তার কাজে নিযুক্ত এক বেসরকারি নিরাপত্তা কর্মী। সম্পূর্ণ ঘটনায় অভিযোগের স্থানীয় শাসকদলের নেতৃত্বের দিকে। চাঞ্চল্যকর এই ঘটনা মহা সপ্তমীর দিন ভোরের দিকে রাজধানীর আগরতলার ৭৯ টিলা এলাকায়। স্থানীয় বিজেপি নেতা বাবুল সরকারের নেতৃত্বে একদল দুষ্কৃতিকারী এদিন ভাঙচুর চালায় উত্তরায়ন সংঘের পূজো মন্ডপ। ঘটনার বিবরণে জানা যায় স্থানীয় মেমোরিয়াল ক্লাবের কর্মকর্তারা যারা শাসকদলের স্থানীয় নেতৃত্ব বলে পরিচিত, তারা এই এলাকার জনৈক ব্যক্তির কাছে জমি ক্রয় করার জন্য মোটা অংকের অর্থ দাবি করে। তাদের চাহিদা মত টাকা না দেওয়ায় দুষ্কৃতিকারীরা উত্তরায়ন সংঘের উপর ক্ষোভের প্রতিফলন ঘটায়। বাবুল সরকারের নেতৃত্বে কয়েকজন দুষ্কৃতিকারী শুক্রবার মাঝ রাতে আচমকা উত্তরায়ন সংঘের পুজো মণ্ডপে আক্রমণ চালায়। শুধু তাই নয়, পুজো মণ্ডপের নিরাপত্তার দায়িত্বে থাকা বেসরকারি কর্মীকেও দুষ্কৃতিকারীরা প্রচন্ড মারধর করে বলে অভিযোগ। পরবর্তী সময়ে স্থানীয়রা এগিয়ে এলে ঘটনাস্থল থেকে নিরাপদে গা ঢাকা দেয় দুষ্কৃতিকারীরা। পরে রাতেই বিষয়টি জানানো হয় স্থানীয় পুলিশকে। স্থানীয়দের অভিযোগ এই উত্তরায়ন সংঘে বিগত ৩০ বছর যাবৎ শারদীয়া উৎসবের আয়োজন করা হলেও এধরনের ঘটনা কখনো প্রত্যক্ষ করা যায়নি। মূলত জমি ক্রয়ের জন্য দুষ্কৃতিকারীদের চাহিদা অনুযায়ী অর্থ না দেওয়ার কারণেই এই ঘটনা। আর এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় এখন চাপা উত্তেজনা বিরাজ করছে। দাবি উঠছে অভিযুক্ত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে কঠোর পদক্ষেপ গ্রহণ করার।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 + 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য