Thursday, October 10, 2024
বাড়িখবররাজ্যআগরতলা মেলারমাঠ স্থিত ছাত্রযুব ভবনে উৎসবের সময়ে আর্ত মানুষের সেবায় এসএফআই এর...

আগরতলা মেলারমাঠ স্থিত ছাত্রযুব ভবনে উৎসবের সময়ে আর্ত মানুষের সেবায় এসএফআই এর উদ্যোগে আয়োজিত হয় স্বেচ্ছা রক্তদান শিবির

রাজ্যে জুড়েই মানুষ এখন শারদীয়া উৎসবের আনন্দে শামিল। উৎসবের আনন্দে প্রতিটি মানুষই যখন গা ভাসিয়ে দিতে প্রস্তুত ঠিক তখনই উৎসবের সময়ে আর্ত মানুষের সেবায় স্বেচ্ছা রক্তদান শিবির আয়োজনে ব্যস্ত হতে দেখা গেল বাম ছাত্র যুবদের। প্রতি বছরই শারদীয়া উৎসব উপলক্ষে মহাষষ্ঠীতে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করে থাকে ভারতের ছাত্র ফেডারেশন। এবারো যেন তার ব্যতিক্রম হয়নি। এবছর এই রক্তদান শিবির কুড়ি তম বর্ষে পা রাখল। আগরতলা মেলার মাঠ স্থিত ছাত্র যুব ভবনে এসএফআই সদর বিভাগীয় কমিটি আয়োজিত মহতী এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এতে উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ ফাইল রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, এসএফআই রাজ্য সভাপতি সুলেমান আলী সহ আরো অনেকে। শিবিরের আনুষ্ঠানিক সূচনা করে এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী সরকার বলেন, রক্তদান একদিকে যেমন অন্য একজন মানুষকে বেঁচে থাকতে সাহায্য করে, ঠিক তেমনি মানবিক দৃষ্টিভঙ্গি থেকে সমাজের প্রতি দায়বদ্ধতাকে প্রসারিত করে। রক্তদান দেহ দান চক্ষুদান কর্মসূচি যখন ব্যাপকভাবে প্রসারিত করার চেষ্টা চলছে তখন নিজেদের মধ্যে বিভেদ অশান্তি কমিয়ে আনতে এই রক্তদান দারুনবাদের সহায়তা করে। শুধু তাই নয় সুস্থ পরিবেশ তৈরি করার ক্ষেত্রে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি দারুনভাবে সাহায্য করে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

16 − ten =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য