Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যমহাপঞ্চমীতে আগরতলা রেলস্টেশন থেকে মুম্বাইয়ের লোকমান্য স্টেশনের উদ্দেশ্যে  কামাখ্যা – মুম্বাই  এক্সপ্রেস...

মহাপঞ্চমীতে আগরতলা রেলস্টেশন থেকে মুম্বাইয়ের লোকমান্য স্টেশনের উদ্দেশ্যে  কামাখ্যা – মুম্বাই  এক্সপ্রেস ও আগরতলা থেকে সাবরুম স্পেশাল ডেমু ট্রেনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা

শারদ উৎসবের মহাপঞ্চমীতে আগরতলা স্টেশন থেকে মুম্বাইয়ের লোকমান্য স্টেশনের উদ্দেশ্যে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করল কামাখ্যা – মুম্বাই  এক্সপ্রেস। বৃহস্পতিবার  আগরতলা রেল স্টেশনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এছাড়া এই অনুষ্ঠানে এদিন ভার্চুয়াল ভাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেল মন্ত্রী  অশ্বিনী বৈষ্ণব ও আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।  এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, রাজ্যের পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বাধারঘাট কেন্দ্রের বিধায়িকা মিনারানি সরকার প্রমুখ। মুখ্যমন্ত্রী এদিন তার বক্তব্যে উল্লেখ করেন এর ফলে রাজ্যের মানুষের অনেক উপকার হল। চিকিৎসা, পর্যটন ব্যবসা বানিজ্য প্রত্যেকটি ক্ষেত্রে উপকৃত হবে জনগণ। মুখ্যমন্ত্রী আরও বলেন আগরতলা রেল স্টেশনকে বিশ্ব মানের রেল স্টেশন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এদিন তিনি উল্লেখ করেন রাজ্যের আরও তিনটি রেল স্টেশন উন্নয়ন প্রকল্পে কেন্দ্রীয় সরকার উদ্যোগ গ্রহণ করেছে। এদিন আগরতলা থেকে সাবরুম স্পেশাল ডেমু ট্রেনের ও এক্সেলেটরেরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন কেন্দ্রীয় রেল মন্ত্রী আশ্বিনী বৈষ্ণব। তিনি জানান ২০১৪ এর আগে দেশের এই উত্তর পূর্বের জন্য রেল বাজেট কি রাখা হয়েছিল। আর বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারে এই রেল বাজেট কোথায় গিয়ে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর পূর্বের প্রতি বিশেষ ভাবে গুরুত্ব দেবার ফলেই এই রেল মানচিত্রে করা হচ্ছে উন্নয়ন। তিনি এদিন উত্তর পূর্বের রাজ্যগুলির জন্য কেন্দ্রীয় রেল দফতর কি কি পদক্ষেপ গ্রহণ করছে এবং আর পাশাপাশি জন্মু কাশ্মীর সহ অন্যান্য ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করে চলেছে তা তুলে ধরেন। এদিন তিনি জানান ত্রিপুরাতে ইলেক্ট্রিফিকেশানের কাজ ফেব্রুয়ারির মধ্যে শেষ হবার কথা। যখনই তা শেষ হবে রাজ্যেও আসবে বন্দে ভারত এক্সপ্রেস।এদিন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা , পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী , কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এবং বাধারঘাট কেন্দ্রের বিধায়িকা মিনারানি সরকার প্রত্যেকে সবুজ পতাকা নেড়ে কামাখ্যা – মুম্বাই  এক্সপ্রেসের আনুষ্ঠানিক সুচনা করেন।  

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য