Saturday, December 21, 2024
বাড়িখবররাজ্যমানব সেবার অন্যতম কর্মসূচি স্বেচ্ছা রক্তদান শিবিরের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো...

মানব সেবার অন্যতম কর্মসূচি স্বেচ্ছা রক্তদান শিবিরের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো আগরতলা শহরতলী পশ্চিম প্রতাপগড় কবিরাজ টিলা পল্লী উন্নয়ন সংঘের পূজ মণ্ডপ

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে চারিদিকেই চারিদিকেই এখন বেজে গেল শারদীয়া উৎসবের দামামা। রাজধানী আগরতলাসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে মহাপঞ্চমীতেও দর্শনার্থীদের জন্য পূজোর মন্ডপ উন্মুক্ত করে দেয় বিগ বাজেটের অধিকাংশ ক্লাব। আর এই পুজো মন্ডপ উদ্বোধনকে ঘিরে ক্লাবগুলি একের পর এক আয়োজন করে চলেছে নানা সামাজিক কর্মকান্ড। এর মধ্যে যেমন রয়েছে বস্ত্র দান, তেমনি আবার স্বেচ্ছা রক্তদান শিবিরের মত কর্মসূচি। বৃহস্পতিবার তা আরো একবার লক্ষ্য করা গেল রাজধানীর আগরতলা শহরতলী পশ্চিম প্রতাপগড় কবিরাজ টিলা পল্লী উন্নয়ন সংঘে। এবছর স্বেচ্ছা রক্তদান শিবির ও দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় পল্লী উন্নয়ন সংঘের পূজো মন্ডপ। আর এই মন্ডপ উন্মোচন অনুষ্ঠানে এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট সমাজসেবী তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝরনা দেববর্মা, হর্টিকালচার নিগমের চেয়ারম্যান জহর সাহা, কর্পোরেটর অভিজিৎ মল্লিক সহ আরো অনেকে। উৎসবের মধ্যে স্বেচ্ছা রক্তদান শিবিরের মত কর্মসূচি আয়োজন করার জন্য পল্লী উন্নয়ন সংঘের কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে রাজীব ভট্টাচার্য বলেন, পুজোর পাশাপাশি সমাজের কাজেও এখন নিয়োজিত ক্লাবগুলি। সমাজকে পরিবর্তনের ডাক দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সমাজ পরিবর্তনের মাধ্যমিক সরকার পরিবর্তনকে আরো বিকশিত করা যায়। যেভাবে এখন রাজ্যের বিভিন্ন ক্লাব স্বেচ্ছাসেবী সংস্থা সমাজ সেবামূলক কাজের মাধ্যমে সমাজের জন্য ব্রতী হয়েছেন তা অত্যন্ত প্রশংসার দাবি রাখে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য