Thursday, November 20, 2025
বাড়িখবররাজ্যপুজোর পরেই রাজ্যে আসছেন রাজ্যের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক...

পুজোর পরেই রাজ্যে আসছেন রাজ্যের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী – সুশান্ত

এশিয়ান ডেভেলপমেন্টের সহযোগিতায় রাজ্যের পর্যটন শিল্পকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করে চলেছে রাজ্য সরকারের পর্যটন দপ্তর। বৃহস্পতিবার আগরতলা গীতাঞ্জলি গেস্ট হাউসে দপ্তরের বোর্ড অফ ডিরেক্টর এর এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। মন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরহিত্যে অনুষ্ঠিত এদিনের বৈঠকে রাজ্যের পর্যটন শিল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। দীর্ঘ সময়ের বৈঠকে গৃহীত হয় বেশ কিছু সিদ্ধান্ত। পরে বৈঠক শেষে এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন পর্যটনের মানচিত্রে ত্রিপুরাতে একটা বিশেষ স্থান অর্জন করে দেওয়ার লক্ষ্যে কাজ করে চলেছে পর্যটন দপ্তর। রাজ্যের পর্যটনকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এদিনের বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গৃহীত সিদ্ধান্ত গুলি সঠিক পরিকল্পনা নিয়ে আগামী দু-তিন মাসের মধ্যে কার্যকর করা হবে। সাংবাদিক সম্মেলনে এদিন তিনি আরো জানান পুজোর পরেই রাজ্যে আসছেন পর্যটনের ব্র্যান্ড এম্বাসেডর সৌরভ গাঙ্গুলী। শ্রী গাঙ্গুলীর একটি টিম রাজ্য সফর করে গেছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য