Friday, January 3, 2025
বাড়িখবররাজ্যনেশার কড়াল গ্রাসে ধ্বংসের মুখ থেকে যুব সমাজকে রক্ষা করতে ব্যতিক্রমী পুজোর...

নেশার কড়াল গ্রাসে ধ্বংসের মুখ থেকে যুব সমাজকে রক্ষা করতে ব্যতিক্রমী পুজোর আয়োজন রাজধানী আগরতলার উজান অভয়নগরের নিউ স্টার ক্লাবের

মাত্র আর কয়েকটি দিন বাকি। এরপরই প্রাণের উৎসব শারদীয়া দুর্গা উৎসবে মেতে উঠবেন রাজ্যের জাতি উপজাতি, ধর্ম বর্ণ নির্বিশেষে সব অংশের শিশু থেকে আবাল বৃদ্ধাবনিতা। চারিদিকেই এখন বইছে উৎসবের আমেজ। বিভিন্ন ক্লাব নানা ভাবনা নিয়ে আকর্ষণীয় প্যান্ডেল নির্মাণ করে চলেছে। দর্শনার্থীদের মন জয় করতে কোন কিছুতেই যেন খামতি রাখতে চাইছে না পুজো উদ্যোক্তারা। তবে এবছর রাজধানী আগরতলা শহরে এক ব্যতিক্রমি সময়োপযোগী পূজোর আয়োজন করতে চলেছে উজান অভয়নগরের নিউ স্টার ক্লাব। নেশার আঁধারে নিমজ্জিত যারা তাদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার লক্ষ্যে এবছর নিউ স্টার ক্লাবের পূজার ভাবনা অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো। যা অত্যন্ত সময়োপযোগী। কারণ গোটা রাজ্য এখন নেশার জোয়ারে ভাসছে। আর এই নেশায় আসক্ত হয়ে ধ্বংসের পথে যুবসমাজ। যুব সমাজকে রক্ষা করতে এবং তাদের মধ্যে সচেতন গড়ার লক্ষ্যে পূজোর সময় তাকেই শ্রেষ্ঠ সময় বলে মনে করেন নিউ স্টার ক্লাবের কর্মকর্তারা। যুব সমাজকে নেশা থেকে দূরে রাখতে তাদের যে ভাবনা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। বলা চলে তাদের এই ভাবনা ইতিহাসে প্রথমবার। জীবনের অনেকগুলো বছর নেশার কবলে জর্জরিত থেকে এখন সমাজের মূল স্রোতে যারা, তাদের হাতেই বর্ণিল সাজে সেজে উঠছে এই উজান অভয়নগরের নিউ স্টার ক্লাবের পূজা মন্ডপ।নেশার আঁধারে নিমজ্জিত যারা,তাদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার লক্ষ্যে- এবছর পূজার ভাবনা অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো।রাজ্যের বিশিষ্ট শিল্পী রূপা নন্দীর পরিচালায় বেশ কয়েকজন শিল্পীদের সাথে রঙ, তুলিতে হাত লাগান নেশা ছেড়ে মূল স্রোতে আসা কয়েকজন তরুণ। তাদের পূজোর বাজেট ৫ লক্ষ টাকা। প্রতিমা ও প্যান্ডেল নির্মাণের দায়িত্বে রয়েছেন রাজ্যের শিল্পীরা। ক্লাবের পুজো প্রস্তুতি ও ভাবনা প্রসঙ্গে কোষাধ্যক্ষ মনীশ মিত্র জানান, সমাজে যে সব যুবকরা এখনো নেশার সাথে জড়িত, তারা যেন মূল শ্রোতে ফিরে আসে সেই লক্ষ্যকে সামনে রেখেই তারা এই ভাবনা নিয়ে এবছর পুজোর আয়োজন করছেন। তাই রাজ্যের যুব সমাজকে রক্ষা করতে পুজোর দিনগুলিতে ক্লাব প্রাঙ্গণে প্রত্যেককে সাদর আমন্ত্রণ জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য