কর্মস্থলেই অস্বাভাবিক মৃত্যু হল এক টি এস আর জওয়ানের। রবিবার সাত সকালে মর্মান্তিক এই ঘটনা বোধজংনগর স্থিত টিএসআর দ্বিতীয় ব্যাটেলিয়ানের হেডকোয়ার্টারে। মৃত জওয়ানের নাম আব্বাস উদ্দিন। বয়স ৪৩ বছর। বাড়ি শান্তিরবাজার মহকুমায়। ক্যাম্প সূত্রে খবর, অন্যান্য দিনের মতো শনিবার রাতেও পেশাগত দায়িত্ব পালন শেষ করে রাতের আহার শেষে নিজ বিছানায় শুয়ে পড়েন আব্বাস উদ্দিন। রবিবার সকালে তার সতীর্থরা প্রত্যক্ষ করেন বিছানাতেই নিস্তেজ অবস্থায় রয়েছে আব্বাস। সঙ্গে সঙ্গে তাকে জিবি হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকৃত বলে ঘোষণা করে। আশঙ্কা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এই টিএস আর জওয়ানের। যদিও তার এই অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে বিভিন্ন মহলে নানা প্রশ্ন দেখা দেয়। এর মধ্যেই রবিবার দুপুরে মৃত জওয়ানের দেহ ময়নাতদন্তের শেষে পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়।এদিকে আব্বাসের রহস্যজনক মৃত্যুকে ঘিরে টিএসআর দ্বিতীয় ব্যাটেলিয়ানের হেডকোয়ার্টারে নেমে আসে শোকের ছায়া।