Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যরক্তদানের মধ্যে একটা আত্মিক সম্পর্ক গড়ে ওঠে - মুখ্যমন্ত্রী

রক্তদানের মধ্যে একটা আত্মিক সম্পর্ক গড়ে ওঠে – মুখ্যমন্ত্রী

উৎসবের প্রাকমুহুর্তে ব্লাড ব্যাংকের স্বল্পতা খানিকটা দূর করতে এবার স্বেচ্ছা রক্তদানে এগিয়ে এলো বিজেপি লিগেল সেল ত্রিপুরা প্রদেশ। রবিবার আগরতলা টিবি এসোসিয়েশনের হল ঘরে এই সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয় এক স্বেচ্ছা রক্তদান শিবির। মহতি এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, ডঃ অশোক সিনহা সহ বিজেপি লিগেল সেল ত্রিপুরা প্রদেশের নেতৃত্ব। শিবিরের আনুষ্ঠানিক সূচনা করে এদিন অত্যন্ত সময়োপযোগী এধরনের কর্মসূচি আয়োজন করার জন্য উদ্যোক্তাদের অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর সাহা বলেন, উন্নয়নের স্বার্থে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্য সরকার কাজ করে চলেছে। উন্নয়নের কোন ধর্ম হয় না। সেটা সম্প্রতি ধনপুর ও বক্সনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে প্রমাণিত হয়েছে। দুই কেন্দ্রের ভোটারদের উন্নয়ন সম্পর্কে বুঝানো সম্ভব হয়েছে বলেই বড় ধরনের সাফল্য এসেছে। শুধু তাই নয়,উপ নির্বাচনের ফলাফলে অনেকটা প্রমাণ করে এই সরকারের প্রতি মানুষের আস্থা ক্রমশ বাড়ছে। সরকারের পাশাপাশি বিজেপি লিগেল সেলের সদস্যদেরও মানুষের প্রতি আস্থা বাড়াতে হবে। মানুষ সমস্যা নিয়ে এলে, সেই সমস্যার সমাধানের ব্যবস্থা করতে হবে। তবেই বিজেপি লিগ্যাল সেলের প্রতি বাড়বে আস্থা। পাশাপাশি এদিন তিনি আরো বলেন, নিজেদের সমৃদ্ধি করতে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে বিজেপি লিগেল সেলের উদ্যোগে সেমিনারের আয়োজন করা প্রয়োজন। এতে করে একদিকে যেমন আইনজীবীরা সমৃদ্ধ হবেন, তেমনি উপকৃত হবেন সাধারণ মানুষও।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eighteen − fourteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য