Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যদেশের জন্য, রাজ্যের জন্য , সমাজের জন্য সব বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে...

দেশের জন্য, রাজ্যের জন্য , সমাজের জন্য সব বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে – মুখ্যমন্ত্রী

নেশার সাথে যারা জড়িত তাদের ছাড়া হবে না। তাদেরকে ধরা হবেই। স্পষ্ট কঠোর বার্তা মুখ্যমন্ত্রীর। কিন্তু জনগণকে এই কাজে সহায়তা করার আহ্বান জানান তিনি। রবিবার আগরতলা টাউন হলে মগ সম্প্রদায়ের ছাত্রীদের রিফ্রেশার অনুষ্ঠানে বক্তব্যে রাখতে গিয়ে নেশা কারবারিদের ফের হুঁশিয়ারি দিয়ে এ কথা বলেন তিনি। ছাত্র ছাত্রীদের দেখে রাখাও সবার দায়িত্ব। কেউ যাতে বিপথে না যায়। এদিন মুখ্যমন্ত্রীর কথায় উঠে আসে তার রাজ্য সভার সদস্য থাকাকালীন রাজ্যের ডারলং সম্প্রদায়কে জনজাতি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করার প্রসঙ্গ। তিনি সে দিন রাজ্য সভায় এই বিষয়ে জোরালো বক্তব্য রাখার পরই রাজ্য সভায় তা পাশ হয়। নিজে একজন বাঙালি হয়ে এই বিষয়ে জোরালো বক্তব্য সে দিন রাখতে পারায় তিনি এর জন্য খুব গর্বিত বলে জানান। এদিন তিনি এ দিকটি তুলে ধরে বৈচিত্রের মধ্যে ঐক্য যে খুব প্রয়োজন তা তুলে ধরেন। তিনি বলেন যে ভাবে রক্তের কোন ধর্ম হয় না, তেমনি মানবতারও কোন ধর্ম হয় না। আমরা আগে মানুষ। আমাদের মানবিক দায়িত্ব আছে। ডিভাইড এন্ড রুল পলিসি করে আগে পৃথক করে রাখার প্রবণতা দেখা গিয়েছিল। কিন্তু আমরা সবাই এক। দেশের জন্য রাজ্যের জন্য সমাজের জন্য আমরা সবাই এক। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। সব বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। প্লাস্টিক মুক্ত ত্রিপুরা গড়ার ক্ষেত্রে ছাত্র ছাত্রীদেরও দায়িত্ব নিতে হবে। তিনি এদিন বলেন প্রযুক্তির উন্নতির সাথে সাথে এর একটা পার্শ্ব প্রভাবও দেখা যায়। আমাদের ভুললে চলবে না আমরা কোথা থেকে এসেছি। আমরা আগে মানুষ। মানুষ হিসেবে আমরা ধর্ম, সম্প্রদায় নির্বিশেষে এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশকে গড়ব। আমাদের শুধু নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করলে হবে না, দেশকে নিয়েও চিন্তা করতে হবে বলে এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।সোসাইটি ফর ওয়েলফেয়ার অব মগ দ্বারা আয়োজিত এই অনুষ্ঠানে এদিন মেরিট এওয়ার্ড প্রদান করার পাশাপাশি নব্যদের বরন করে নেওয়া হয়। এই অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং সোসাইটির বিভিন্ন কর্মকর্তারাও।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

18 + 13 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য