Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যবর্তমানে উন্নয়নের যুগ চলছে - মুখ্যমন্ত্রী

বর্তমানে উন্নয়নের যুগ চলছে – মুখ্যমন্ত্রী

বনাঞ্চল বাদ দিয়ে যে জায়গা আছে সেখানে উন্নয়ন করতে হবে। সেখানেও অনেক জায়গায় উন্নয়ন সঠিক ভাবে হয় নি। এই মাছ পরিবহন ইয়ার্ড এর কাজ ২০১৭ থেকে শুরু হয়েছিল। ঐ সময় জমি নেওয়া হয়েছিল কিন্তু কাজ শুরু হয় নি। রাজ্যে নতুন সরকার আসার পর এই কাজ হয়েছে। বিভিন্ন জায়গায় এই রকম অনেক কাজ করা হচ্ছে। উন্নয়নের আরেক নাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় সরকার এবং ত্রিপুরা সরকার। দেশে ভারতীয় জনতা পার্টির সরকার যেখানে আছে সেখানে উন্নয়ন ছাড়া কোন কথা নেই। বুধবার আগরতলার নাগিছড়া স্থিত মাছ পরিবহন ইয়ার্ড এর উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রী তার বক্তব্যে পরোক্ষে নাম না করে তৎকালীন কমিউনিস্ট সরকারকে নিশানা করে বলেন স্বর্ণ যুগের নাম বহুবার শোনা গিয়েছিল। রাজ্যে নাকি স্বর্ণযুগ চলছে। এদিন তিনি বলেন স্বর্ণযুগ না বলা হলেও উন্নয়নের যুগ চলছে তা বলা যেতে পারে। কি স্বর্ণযুগ তা সবাই দেখেছে। জনপ্রতিনিধিরা শুধু নাই নাই বলে। তবে একটা কাজ করেছিল। পয়ত্রিশ বছরে আগরতলা শহরে কিছু বিল্ডিং তৈরি, ব্রিজ তৈরি করা হয়েছে। আর করা হয়েছে কমিউনিটি হল। যাতে ভাষণ দেওয়া যায়। মুখ্যমন্ত্রী বলেন এখন হচ্ছে প্রকৃত কাজ। তবে এদিন তিনি সমালোচনা করে বলেন বক্রপথে কি ভাবে রাজত্ব করা যায় তা তারা জানেন। আর বর্তমান সরকার মানুষের সমস্যার সমাধান কল্পে সোজা পথে কি ভাবে রাজত্ব করবে সে কাজ করে বলে এদিন জানান তিনি।আগে মাছের গাড়িগুলি আগরতলার বটতলা বাজারে কিংবা মহারাজগঞ্জ বাজারে যেত। এতে জনগণের খুব অসুবিধা হত। কিন্তু এখন এখানে সব কিছু হবে বলে সে জায়গায় আর কোন সমস্যা হবে না বলে জানান তিনি। পাশাপাশি এখানে খোলা মেলা থাকায় দূষণ হবে না বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গক্রমে এদিন তিনি উল্লেখ করেন দুর্গোৎসব উপলক্ষে রাস্তায় গাড়ি আটকে চাঁদা তোলার ব্যাপারে ফের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা । এদিন তিনি জানান পুলিশ আধিকারিকদের এই ব্যাপারে কড়া পদক্ষেপ গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন তিনি। এই ধরনের সংস্কৃতি কোন ভাবেই বরদাস্ত করা হবে না বলে সাফ জানালেন তিনি। এ ক্ষেত্রেও পরোক্ষে এই ধরনের কোন সমস্যা যাতে না হয় সে দিকেও প্রশাসনের আধিকারিকদের এবং স্থানীয় জনতার উদ্দেশ্যে বার্তা দিলেন তিনি। উল্লেখ্য যে এই দিন ফলক উন্মোচন করে এই ফিস ট্রানশিপমেন্ট ইয়ার্ড এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এই অনুষ্ঠানে এদিন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিধানসভার উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক, পুর নিগমের সি ই ও, কর্পোরেটর রত্না দত্ত, স্থানীয় পঞ্চায়েত প্রধান সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে জনগণের মধ্যে এদিন ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ten − six =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য