Thursday, December 5, 2024
বাড়িখবররাজ্যরাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে চরম বিদ্যুৎ বিভ্রাট, চরম দুর্ভোগে রোগীসহ আত্মীয়পরিজন

রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে চরম বিদ্যুৎ বিভ্রাট, চরম দুর্ভোগে রোগীসহ আত্মীয়পরিজন

আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে গ্যাসের। আর এই অজুহাত দেখিয়ে রাজ্যের সাধারন মানুষের পকেট কাটতে রাজ্য বিদ্যুৎ নিগম চলতি মাস থেকে বাড়িয়ে দিল বিদ্যুতের দাম।যা নিয়ে ক্ষুব্ধ বিভিন্ন মহল। এমনিতেই রাজ্যের বিদ্যুৎ পরিষেবা নিয়ে রাজ্যের সাধারণ মানুষ চাপা ক্ষোভে ফুঁসছে। ঘনঘন লোডশেডিংয়ে নাজেহাল বিদ্যুৎ গ্রাহকরা। পরিষেবার মান উন্নয়ন না করেই, বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করার বিষয়টি কিছুতেই যেন মেনে নিতে পারছেন না মানুষ। বিদ্যুৎ নিগমের কাজকর্ম নিয়ে প্রতিনিয়তই মানুষ তুলছেন প্রশ্ন। বেহাল বিদ্যুৎ অবস্থার হাত থেকে রেহাই পাচ্ছেন না হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা পর্যন্ত। কোন ধরনের কারণ ছাড়াই ঘন্টার পর ঘন্টা লোডশেডিং এর জেরে চরম দুর্ভোগে পড়ছেন সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলিতে চিকিৎসাধীন রোগীও তাদের পরিজনেরা। সোমবার এমনটাই দেখা গেল রাজ্যের প্রধান সরকারি রেফারেল হাসপাতাল আগরতলা জিবিতে। এদিন দুপুরে প্রায় এক ঘন্টা বিদ্যুৎহীন হয়ে পড়ে গোটা হাসপাতাল। এমনিতেই একদিকে প্রচন্ড গরম, এর মধ্যে আবার লোডশেডিং। টানা প্রায় এক ঘন্টারও অধিক সময় রাজ্যের অন্যতম প্রধান হাসপাতাল বিদ্যুৎহীন হয়ে পড়লে চরম অসস্তিতে পড়েন রোগীরা। এতে করে চাপা ক্ষোভ দেখা যায় রোগীর পরিজনদের মধ্যে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three + 17 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য