Monday, December 23, 2024
বাড়িখবররাজ্যরাজ্য পুলিশের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন মহিলা কংগ্রেসের

রাজ্য পুলিশের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন মহিলা কংগ্রেসের

রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলাদের উপর অত্যাচারের ঘটনা অস্বাভাবিক হারে বেড়েছে। এতে করে রাজ্যের মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশের কাছে নালিশ জানিয়েও কোন সুফল হচ্ছেনা। এরকমই একগুচ্ছ অভিযোগ এনে এবার রাস্তায় নামল প্রদেশ মহিলা কংগ্রেস। রাজ্যের বর্তমান পরিস্থিতিতে একগুচ্ছ অভিযোগ এনে এবং বিভিন্ন দাবিদারকে সামনে রেখে বুধবার রাজ্য পুলিশের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখালো মহিলা কংগ্রেসের কর্মীরা। সংগঠনের প্রদেশ সভানেত্রীর নেতৃত্বে মহিলা কংগ্রেসের কর্মীরা বেশ কিছু সময় পুলিশ হেডকোয়ার্টারের সামনে বিক্ষোভ দেখানোর পর এক প্রতিনিধি দল পুলিশের উচ্চপদস্থ আধিকারিকের সাথে দেখা করে তাদের দাবী সনদ তুলে দেন। একই সাথে দাবি জানান মহিলাদের উপর আক্রমণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার। ডেপুটেশন প্রদান করে এসে প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বানি ঘোষ চক্রবর্তী সংবাদ মাধ্যমের প্রতিনিধির মুখোমুখি হয়ে জানান, রাজ্যের বর্তমান সরকার মুখে নারী সুরক্ষার কথা বললেও নারীদের সুরক্ষা দিতে সম্পূর্ণ ব্যর্থ। সেই সঙ্গে নেশা মুক্ত ত্রিপুরা করার কথা বললেও গোটা ত্রিপুরা রাজ্য এখন নেশার সাগরে ভাসছে। নেশার কারণেই বাড়ছে নারী গঠিত সহ নানা অপরাধ। পুলিশ প্রশাসন এইসব অপরাধ দমনে ব্যর্থ। তাই নারীদের সুরক্ষা নিশ্চিত করা সহ রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করার দাবিতে এদিনের এই ডেপুটেশন ও বিক্ষোভ।দাবি গুলি পূরণের জন্য পুলিশ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ না করলে মহিলা কংগ্রেস আগামী দিন বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

17 − 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য