শুক্রবার রাজধানীর প্রজ্ঞা ভবনে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের প্রাক পূজা প্রস্তুতি নিয়ে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় । এই বৈঠকে পৌরহিত্য করেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। বৈঠকে দূর্গা পূজাকে সামনে রেখে বিভিন্ন জেলার আধিকারিকরা বিদ্যুতের সংস্কার নিয়ে রিপোর্ট পেশ করেন ।পর্যালোচনা বৈঠক শেষে প্রজ্ঞা ভবনে মন্ত্রী রতন লাল নাথ জানান ,২০২১ সালে দূর্গা পূজার চার দিনের মধ্যে দশমীর দিন রাজ্যে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ৩২৬. ৭ মেগাওয়াট । ২০২২ সালে দুর্গাপুজোর পঞ্চমীর দিনে রাজ্যে সর্বাধিক বিদ্যুৎ চাহিদা ছিল ৩৩২. ৭০ মেগাওয়াট ।এবছর দুর্গাপূজায় রাজ্যের সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা থাকতে পারে ৩৮০ মেগাওয়াট। এই পরিমাণ বিদ্যুৎ কোথা থেকে পাওয়া যাবে তা নিয়ে এই দিনের পর্যালোচনা সভায় বিস্তারিত আলোচনা হয়েছে । বিদ্যুৎমন্ত্রী জানান ,বর্তমান অবস্থায় রাজ্যের হাতে ৩০০. ৩০৯ মেগাওয়াট বিদ্যুৎ স্টকে রয়েছে। বাংলাদেশে পূজোর সময় কিছুটা কম বিদ্যুৎ দেওয়া হবে ।এই নিয়ে আলোচনা হয়ে গেছে। তারপরও প্রয়োজনে বহিরাজ্য থেকে বিদ্যুৎ ক্রয় করার কথাও চিন্তা ভাবনা করা হচ্ছে বলে জানান বিদ্যুৎ মন্ত্রী। তিনি আরো জানান, রুখিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে তৃতীয় ইঞ্জিন পুজোর আগেই চালু করার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে ।সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলতে পাঁচ অক্টোবর বিদ্যুৎ দপ্তরের সচিবকে নিয়ে তিনি দিল্লি যাবেন বলে জানান বিদ্যুৎ মন্ত্রী। মন্ত্রী আরও জানান ,পুজোর আগে রুখিয়ার তৃতীয় ইঞ্জিন চালু হয়ে গেলে পুজোর সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা নিয়ে কোন সমস্যাই থাকবে না।এদিনের বৈঠকে বিদ্যুৎ দপ্তরের সচিব ,বিদ্যুৎ নিগমের আধিকারিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। রাজ্যের যে সমস্ত স্থানে অল্প বিস্তর মেরামতির প্রয়োজন রয়েছে সেগুলি অতিসত্বর সম্পন্ন করার জন্য এই পর্যালোচনা সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।