Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যত্রিপুরা সরকারের উদ্যোগে এই প্রথমবারের মত আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ই - ক্যাবিনেট

ত্রিপুরা সরকারের উদ্যোগে এই প্রথমবারের মত আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ই – ক্যাবিনেট

‘ডিজিটাল ভারত’ এই প্রচারাভিযানকে সফল করার লক্ষ্যে রাজ্য সরকার রাজ্যের সমস্ত দপ্তরে ই-ফাইল এবং ই-অফিস ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়ে তা দ্রুত রূপায়নের উদ্যোগ নিয়েছে। সারা রাজ্যে ডিজিটাল পরিকাঠামো গড়ে তুলতে সম্ভাব্য সমস্ত রকম ব্যবস্থা সম্প্রসারণের উপর গুরুত্ব আরোপ করেছে সরকার। আর এই ডিজিটাল পরিকাঠামো উন্নয়নের অঙ্গ হিসাবে রাজ্য সরকার ই-ক্যাবিনেট ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। ন্যাশনাল ইনফরমেটিকস সেন্টারের সহায়তায় রাজ্যের তথ্য ও প্রযুক্তি দপ্তর ই-ক্যাবিনেট বাস্তবায়ন করেছে। উত্তরাখন্ড রাজ্যে চালু হওয়া এই মডেলের অনুকরণে রাজ্যেও ই-ক্যাবিনেট ব্যবস্থাটি চালু করা হয়েছে। উত্তরাখন্ড, উত্তরপ্রদেশ এবং অরুনাচল প্রদেশের পর ত্রিপুরা হচ্ছে দেশের চতুর্থ রাজ্য যেখানে ই-ক্যাবিনেট ব্যবস্থাটি কার্যকর হয়েছে। এই ব্যবস্থাটি চালু হওয়ার ফলে রাজ্যে ক্যাবিনেট বৈঠক কাগজবিহীনভাবে সম্পন্ন হবে। যার ফলে কার্বনমুক্ত ভারসাম্যতা রক্ষা ও বৃক্ষ নিধন বন্ধের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে। অত্যন্ত সময়োপযোগী এই ডিজিটাল পরিকাঠামোর আনুষ্ঠানিক সূচনা হলো বুধবার। এদিন মহাকরণে রাজ্য মন্ত্রিসভার সমস্ত সদস্য ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে এই ই-কেবিনেটের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা।তাছাড়া এই উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্য সরকারের যে সমস্ত দপ্তর কাগজবিহীন অফিস চালানোর উদ্যোগের অঙ্গ হিসাবে ই-অফিস পদ্ধতিকে ১০০ শতাংশ কার্যকরী করেছে সেই সমস্ত দপ্তরকে সম্মাননা জানানো হয়। সরকার দৃঢ় চিত্তে সমস্ত দপ্তরে সরকারি কর্মযজ্ঞে ই-ফাইল, ই-অফিস ও অন্যান্য পন্থার মাধ্যমে পরিবেশবান্ধব ও কাগজবিহীন পরিমন্ডল গড়ে তোলার ক্ষেত্রে এগিয়ে চলেছে। এদিন ই কেবিনেটের আনুষ্ঠানিক সূচনা করে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন এর মাধ্যমে সরকারি সমস্ত নথিপত্র অনেকটাই এখন সুরক্ষিত হবে। কোন ধরনের নষ্ট হবার কিংবা নথিপত্র হাফিজ হবার সম্ভাবনা নেই এই ক্যাবিনেটে। শুধু তাই নয় অনেক কাজ দ্রুত নিষ্পত্তি হবে এর মাধ্যমে। এখন এই পদ্ধতিকে আরো বেশি করে প্রসারিত করাই হবে অন্যতম লক্ষ্য ও কাজ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

6 + two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য