Friday, October 18, 2024
বাড়িখবররাজ্যবিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আগরতলা শহরে অনুষ্ঠিত হয় সুসজ্জিত পদযাত্রা

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আগরতলা শহরে অনুষ্ঠিত হয় সুসজ্জিত পদযাত্রা

২৭ শে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। পর্যটনের প্রসার ও প্রচারের লক্ষ্যে এই দিবসটির উদযাপনের গুরুত্ব রয়েছে অনেক। তাই প্রতিবছরই নানা কর্মসূচির মধ্য দিয়ে গোটা বিশ্বজুড়ে উদযাপিত হয় বিশ্ব পর্যটন দিবসটি। এবার যেন তার ব্যতিক্রম নয়। বিগত দিনের মতোই এবারও বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে রাজ্য সরকারের পর্যটন দপ্তর। গৃহীত কর্মসূচির অঙ্গ হিসাবে বুধবার আগরতলা শহরে অনুষ্ঠিত হয় এক সুসজ্জিত পদযাত্রা। রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদ থেকে পদযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। আর এই পদযাত্রায় অংশ নেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, পর্যটন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা সহ সমাজের বিভিন্ন পেশার মানুষ। দিবসটি পালনের তাৎপর্য তুলে ধরে এদিন পর্যটন মন্ত্রী শ্রী চৌধুরী বলেন রাজ্যের বর্তমান সরকারটা পর্যটন বান্ধব। রাজ্যের মানুষকে পর্যটন প্রেমী তৈরি করতে রাজ্য সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে তারই অঙ্গ হিসেবে এই পদযাত্রা। রাজ্যে পর্যটন বিগত দিন যে জায়গায় ছিল এখন আর তা সেই জায়গায় নেই। সামনের দিকে আরো দূরে এগিয়ে যেতে হবে। রাজ্যের অর্থনীতিতে পর্যটনের একটা বিশেষ ভূমিকা রয়েছে। সরকার রাজ্যের পর্যটনকে বিশ্বের মানচিত্রে তুলে ধরার জন্য ইতিমধ্যেই নানা পরিকল্পনা গ্রহণ করে কাজ করে চলেছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

15 + 16 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য