Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যস্মার্ট সিটিতে একাংশ মানুষ চরম অস্বস্তিকর অবস্থায় দিন যাপন করছেন, অভিযোগ শহরতলী...

স্মার্ট সিটিতে একাংশ মানুষ চরম অস্বস্তিকর অবস্থায় দিন যাপন করছেন, অভিযোগ শহরতলী প্রতাপগড় এলাকার স্থায়ী বাসিন্দা দিপালী সূত্রধর নামক এক বৃদ্ধার

ছোট্ট শহর আগরতলা এখন অনেকটাই পরিবর্তনশীল। এই শহর এখন স্মার্ট সিটি। কেন্দ্রীয় প্রকল্পে কোটি কোটি টাকা খরচ করে আগরতলা সহ তার আশপাশ এলাকায় চলছে এখন পরিকাঠামোগত উন্নয়নের কাজ। কিন্তু উন্নয়নের জোয়ারে শহর আগরতলা যতই পরিবর্তন হচ্ছে, ততই যেন আবার উল্টো দিকে স্মার্ট সিটির শহরে একাংশ মানুষ চরম অস্বস্তিকর অবস্থায় দিন যাপন করছেন। আর তার জন্য দায়ীও প্রশাসন। এবার এমনটাই অভিযোগ উঠে এলো পৌরনিগমের ৪১ নং ওয়ার্ডের ১০ নং বুথ এলাকায়। স্মার্ট সিটির উন্নয়নের জোয়ারের মধ্যেই শহরতলী প্রতাপগড় সুরেন্দ্রপল্লী এলাকার স্থায়ী বাসিন্দা দিপালী সূত্রধর নামে এক বৃদ্ধা দিনের পর দিন করুণ পরিস্থিতির মধ্যে দিন যাপন করে চলেছেন। সন্তানহীন দিপালী দেবীর স্বামী প্রয়াত হয়েছেন এক বছর আগে। অন্যের বাড়িতে কাজ করেই চলছে তার জীবন যাপন। সরকারিভাবে নেই কোন বিপিএল কার্ড। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর থেকেও নাকি বঞ্চিত এই বৃদ্ধা। এর চেয়েও বড় সমস্যায় সম্মুখীন তিনি। আর তা হল জল নিষ্কাশনী ব্যবস্থা। জরাজীর্ণ ঘরের পাশেই রয়েছে রাস্তা। রাস্তার পাশে থাকা ড্রেইন আবর্জনায় পরিপূর্ণ। শুধু তাই নয়, ড্রেনের জল নিষ্কাশনী ব্যবস্থা না থাকার দরুন সব সময় এই বৃদ্ধার বাড়ি থাকে জলমগ্ন। এক দুই পশলা বৃষ্টি হলে তো আর কথাই নেই। দিনের পর দিন চলছে এই অবস্থা। বিষয়টি বারবার স্থানীয় কর্পোরেটরের দৃষ্টিতে নিয়ে যাওয়া হলেও সমস্যা সমাধানের কোন উদ্যোগ নেই। শুধু আশ্বাস ছাড়া স্থানীয় কর্পোরেটরের কাছ থেকে আর কিছুই জুটেনি বলে অভিযোগ। তাই কর্পোরেটরের প্রতি আস্থা হারিয়ে দীর্ঘদিনের এই সমস্যা সমাধানের জন্য তিনি দ্বারস্থ হলেন সংবাদ মাধ্যমের। দীর্ঘদিনের এই সমস্যার কথা তুলে ধরে সমস্যা সমাধানের জন্য প্রশাসনের কাছে কাতর আর্জি জানান দিপালী দেবী। স্মার্ট সিটির অসহায় এক বৃদ্ধার আর্জি কতটুকু শুনবেন প্রশাসনিক কর্তারা, সেটাই এখন দেখার বিষয়

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

12 + eighteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য