Thursday, October 10, 2024
বাড়িখবররাজ্যআজও বিচার পেলেন না রাজ্যের তরুণ প্রতিভাবান খুন হওয়া সাংবাদিক শান্তনু ভৌমিকের...

আজও বিচার পেলেন না রাজ্যের তরুণ প্রতিভাবান খুন হওয়া সাংবাদিক শান্তনু ভৌমিকের পরিবার

দেখতে দেখতে আরও একটি বছর অতিক্রান্ত। ২০১৭ সালে এই ২০ সেপ্টেম্বর দিনটিতেই পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মান্দাইয়ে নৃশংসভাবে খুন হয়েছিলেন রাজ্যের তরুণ প্রতিভাবান সাংবাদিক শান্তনু ভৌমিক। সেই হত্যাকাণ্ডের ছয় বছর পরেও বিচার পায়নি শান্তনুর পরিবার সহ রাজ্যের সাংবাদিক মহল। তরুণ সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে খুন হওয়ার ঘটনাকে ঘিরে সেদিন উত্তাল হয়ে ওঠে সংবাদ মহল থেকে শুরু করে গোটা রাজ্য। তৎকালীন রাজ্য সরকার দোষীদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে তখন গঠন করেছিলেন সিট। এর মধ্যেই তৎকালীন বিরোধীরা বিষয়টি নির্বাচনী প্রচারে তুলে ধরে প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে এই মামলায় দোষীদের শাস্তির জন্য সিবিআই এর হাতে তুলে দেওয়া হবে। পরবর্তী সময়ে তারা ক্ষমতায় এসে মামলার তদন্তের ভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলেও দেওয়া হয়। কিন্তু সরকার পরিবর্তন হবার পর দীর্ঘ ছয়টি বছর অতিক্রান্ত হওয়া সত্ত্বেও মামলার তদন্তের গতিপ্রকৃতি সম্পর্কে এখনো পর্যন্ত কিছুই জানতে পারেনি রাজ্যের সংবাদ মহল থেকে শুরু করে রাজ্যবাসী। ফলে স্বাভাবিকভাবেই শান্তনু খুন কাণ্ডের ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ও রাজ্য সরকারের ভূমিকা নিয়ে জনমনে উঠছে এখন নানা প্রশ্ন। এর মধ্যেই বুধবার শান্তনু হত্যাকাণ্ডের ঘটনা ছয়টি বছর অতিক্রম করে সপ্তম মৃত্যুবার্ষিকীতে পদার্পণ করল। রাজ্যের বিভিন্ন সংগঠন শ্রদ্ধার সাথেই এদিন স্মরণ করলেন শান্তনুকে। এক্ষেত্রে ব্যতিক্রম ছিল না বামপন্থী যুব সংগঠন ডিওআইএফআইও। শান্তনু একাধারে যেমন ছিলেন একজন তরুণ প্রতিভাবান সাংবাদিক, তেমনি আবার রাজনৈতিকভাবে ছিলেন বাম যুব সংগঠন ডি ওয়াই এফ আই এর একজন সক্রিয় কর্মী তথা সমর্থক। তাই শান্তনুর মৃত্যুবার্ষিকীতে এদিন আগরতলা ছাত্র যুব ভবনে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করে ডিওয়াইএফআই। এতে উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক নবারুণ দেব সহ সিপিআইএম নেতৃত্ব মানিক দে, রতন দাস, শুভাশিস গাঙ্গুলী, মধুসূদন দাস সহ আরো অনেকে। সংক্ষিপ্ত পরিসরে আয়োজিত এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে শান্তনুর প্রতি গভীর শ্রদ্ধা এবং তার পরিবার-পরিজনদের সমবেদনা জানিয়ে প্রাক্তন মন্ত্রী মানিক দে বলেন, দীর্ঘ প্রায় ছয় বছর অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত এই মামলার গতিপ্রকৃতি সম্পর্কে কিছুই জানতে পারেনি রাজ্যবাসী। বর্তমান সরকার মামলাটি সিবিআই এর হাতে রয়েছে। সিবিআই একটি স্বনামধন্য সংস্থা। তারা এসব কাজ ভালোভাবেই করেন। কিন্তু মনে হচ্ছে, শান্তনু হত্যাকাণ্ডের তদন্তের ক্ষেত্রে একটা রাজনৈতিক ষড়যন্ত্র কাজ করছে। যার কারনেই তদন্তের কাজটা তেমন এগিয়ে যায়নি। কতজন গ্রেপ্তার হয়েছে, চার্জশিট দেওয়া হয়েছে কিনা তাও জানা নেই। সরকারের তরফেও কোন স্পষ্টিকরণ নেই। তাই আজকের দিনেও তিনি সরকারের কাছে দাবী জানান অবিলম্বে দোষীদের চিহ্নিত করে শাস্তি প্রদানের।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twenty − 10 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য