পনেরই সেপ্টেম্বর ইঞ্জিনিয়ার্স ডে। গোটা দেশজুড়ে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতিবছর উদযাপিত হয় এই দিনটি। এবারও তার ব্যতিক্রম নয়। দেশের অন্যান্য রাজ্যগুলির সাথে সঙ্গতি রেখে রাজ্যেও নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হলো ইঞ্জিনিয়ার্স দিবস। ৫৬ তম ইঞ্জিনিয়ার্স দিবস উপলক্ষে শুক্রবার সকালে আগরতলা শহরে এক প্রভাত ফেরীর আয়োজন করে রাজ্য সরকারের পূর্ত দপ্তর। এতে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। এছাড়াও ছিলেন চিফ ইঞ্জিনিয়ার রাজিব দেববর্মা, পূর্ত দপ্তরের ডেপুটি সেক্রেটারি রাজীব পাল সহ অন্যান্যরা। আগরতলা নজরুল কলাক্ষেত্র থেকে প্রভাত ফেরী বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। প্রভাত ফেরী শেষ হবার পর নজরুল কলাক্ষেত্রেই অনুষ্ঠিত হয় স্বেচ্ছা রক্তদান শিবির। এই শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। ত্রিপুরা কাউন্সিল ফর চাইল্ড ওয়েলফেয়ার শিশুগৃহে ইঞ্জিনিয়ারিং এ উপলক্ষে বিতরণ করে ফল মিষ্টি। এদিকে পাওয়ার ইঞ্জিনিয়ারস এসোসিয়েশনের উদ্যোগেও নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয় ইঞ্জিনিয়ার্স ডে। অ্যাসোসিয়েশন এদিন দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণের পাশাপাশি আয়োজন করা হয় আলোচনা চক্র। শুধু তাই নয় ইঞ্জিনিয়ার্স ডে তেই ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড অফিসিয়াল ওয়েবসাইট এর সূচনা করে। যার সূচনা করেন দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ বলেন রাজ্যের বিদ্যুৎ পরিষেবার মান উন্নয়নের সচেষ্ট বিদ্যুৎ দপ্তর। ১০০ শতাংশ স্মার্ট মিটারের চিন্তা করা হচ্ছে। এর উদ্দেশ্য একটাই জাতের বিল নিয়ে কোন অভিযোগ না আসে। স্মার্ট মিটার হলে মোবাইলের মাধ্যমেই ভোক্তারা তাদের বিল সম্পর্কে জানতে পারবে। নতুন নতুন প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ পরিষেবাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। এই কাজে সবার সহযোগিতা দরকার।