Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্য১৫ মিনিটের প্রতিটি বিক্ষোভ কর্মসূচি এসএফআই এর

১৫ মিনিটের প্রতিটি বিক্ষোভ কর্মসূচি এসএফআই এর

কেন্দ্রীয় সরকারের নয়া জাতীয় শিক্ষানীতি রাজ্যেও একের পর এক চালু করতে চলেছে সরকার। তার প্রাথমিক পদক্ষেপ হিসেবে ইতিমধ্যেই প্রায় ১০০টি বাংলা মিডিয়াম স্কুলকে বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় আনা হয়েছে। যে স্কুলগুলি এখন থেকে সিবিএসই এর আওতাধীন।ফলে নিয়ম অনুযায়ী এখন থেকে বোর্ড পরিচালিত পরীক্ষা স্কুল গুলির ছাত্র ছাত্রীকে দিতে হবে ইংরেজি কিংবা হিন্দিতে। আর তা নিয়েই বিভিন্ন ছাত্র সংগঠন সোচ্চার হয়েছে। কারণ বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীদের পক্ষে ইংরেজি কিংবা হিন্দিতে পরীক্ষা দেওয়া এক প্রকার অসম্ভব। তাই বাংলাতেই পরীক্ষা দেওয়ার দাবিতে বিভিন্ন ছাত্র সংগঠন সোচ্চার হলে সি বি এস ই বোর্ড আগামী দুই বছরের জন্য ত্রিপুরাকে ছাড় দেয়। কিন্তু এই দুই বছর ছাড়ে সমস্যার সমাধান হবে না। তাই বাংলাতেই লেখার সুযোগের দাবিতে আবারো রাস্তায় নামলো বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই। একই সাথে তাদের দাবি যেভাবে প্রকল্পের স্কুলগুলিতে ছাত্র-ছাত্রীদের ফি বৃদ্ধি করা হচ্ছে তাতে উদ্বিগ্ন ছাত্র-ছাত্রীসহ তাদের অভিভাবকরা। তাই সমস্ত ফি ভর্তুকিতে রাজ্য সরকারকে প্রদান করার দাবি জানায় সংগঠন। পাশাপাশি দাবি করা হয়। স্কুলগুলিতে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার। আর এই দাবিগুলিকে সামনে রেখে বৃহস্পতিবার আগরতলা সিটি সেন্টারের সামনে ১৫ মিনিটের প্রতিটি বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করে এসএফআই। যার নেতৃত্ব দেন সংগঠনের রাজ্য সভাপতি সুলেমান আলী ও সম্পাদক সন্দীপন দেব। এদিনের এই বিক্ষোভ কর্মসূচি প্রসঙ্গে ছাত্রনেতা সন্দীপন দেব বলেন, বিদ্যাজ্যোতি স্কুল গুলিতে ইংরেজি চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। স্কুলগুলির ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতে ইংরেজিতে পরীক্ষা দিতে হবে। আর অন্যদিকে আবার লাগামহীন ভাবে বাড়ছে ফি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য