শ্রীকৃষ্ণের জন্মাষ্টমির শুভ লগ্নে বৃহস্পতিবার কমলাসাগর বিধানসভার অন্তর্গত গকুলনগর গুরু গৌরক্ষনাথ আশ্রমে দক্ষিণেশ্বর কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন সহ রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। তিনি এদিন অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রথমে জন্মাষ্টমী উপলক্ষে আশ্রমে রাজ্য বাসির মঙ্গলার্থে পুজো দেন এবং পরে দক্ষিণেশ্বর কালী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এদিন রক্তদান শিবির ও ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান এই জন্মাষ্টমী হিন্দুদের সবচেয়ে বড় অনুষ্ঠান। সবাই অপেক্ষা করে থাকে এই দিনটি কবে আসবে। অত্যন্ত শুভ মুহূর্ত। এই শুভ মুহুর্তে আশ্রমের পক্ষ থকে যে দক্ষিণেশ্বর কালি মন্দির প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে একে সাধুবাদ জানান তিনি। রাজ্যের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য যে রয়েছে তা রাজ্যে ২০১৮ এর পর থেকে নতুন সরকার প্রতিষ্ঠা হবার পর থেকে দেখা যাচ্ছে। এদিন মুখ্যমন্ত্রী ডাঃ সাহা ভারতের প্রধানমন্ত্রী যে ভাবে বিভিন্ন জায়গায় দেশকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন এবং তাকে একটা পূর্ণাঙ্গ রুপ দেবার চেষ্টা করছেন সেই বাতাবরণ সাড়া ভারতে দেখা যায়। তবে এদিন তিনি বলেন চাঁদেও আমরা নেমে গেছি, কিন্তু ভগবান ছাড়া তা সম্ভব নয়। সর্বত্রই ভগবান বিরাজমান। এদিন তিনি বুধবারের এক কর্মসূচির কথা উল্লেখ করে বলেন ছোট ছোট শিশুরা কৃষ্ণ সেজে তাকে চারদিকে ঘিরে রেখেছিল। এই শিশুরা যেন কৃষ্ণ রুপেই আমাদের সামনে উপস্থিত হয়েছে। তিনি এদিন এদিকটি উল্লেখ করে বলেন জীবে প্রেম করে যে জন সে জন সেবিছে ঈশ্বর। উক্ত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, এলাকার বিধায়িকা অন্তরা সরকার দেব, টি আই ডি সি চেয়ারম্যান নবাদল বণিক, সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সহ অন্যান্যরা।