পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার নির্ধারিত সময়েই ধনপুর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন শুরু হয়। সকাল থেকেই প্রতিটি ভোট কেন্দ্রে লক্ষ্য করা গেল ভোটারদের দীর্ঘ লাইন। এক প্রকার উৎসবের মেজাজেই ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে ভোটকেন্দ্রে শামিল হন। দুই কেন্দ্রের অকাল এই নির্বাচনকে ঘিরে তেমন কোনো বড় ধরনের ঘটনা নেই। তবে কিছু কিছু এলাকায় অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে। আর এই অভিযোগের মধ্য দিয়েই মঙ্গলবার সম্পূর্ণ হলো বক্সনগর ও ধনপুর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন। এদিন নিজের বিধানসভা কেন্দ্র এলাকায় নির্দিষ্ট ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করলেন ধনপুরের প্রাক্তন বিধায়িকা তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এই নির্বাচন প্রসঙ্গে এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন মানুষ উৎসবের মেজাজেই তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। বিগত বিধানসভা নির্বাচনের তুলনায় এবারের উপ নির্বাচনে ভোটারদের মধ্যে একটা আলাদা উন্মদনা লক্ষ্য করা যায়। আগে বিভ্রান্তির কারণে যারা বিজেপি প্রার্থীকে ভোট দিতে পারেনি তারাও এই নির্বাচনের মধ্য দিয়ে বিজেপিকে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। তাই সবাই উৎসবের মেজাজে তাদের ভোটাধিকার যেভাবে প্রয়োগ করছেন তাতে বিজেপির জয় নিশ্চিত।