উপ নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত ধনপুর। রক্তাক্ত শাসক দলের চার কর্মী। রক্তাক্ত অবস্থায় আহতদের প্রথমে মেলাঘর হাসপাতালে এবং পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে হস্তান্তর করা হয়। অভিযোগের তীর বিরোধী সিপিআইএমের দিকে। বলা চলে অভিযোগ পাল্টা অভিযোগ এবং আক্রমণের মধ্য দিয়েই মঙ্গলবার ধনপুর বিধানসভা কেন্দ্রে সম্পন্ন হল উপ নির্বাচন। গুরুত্বপূর্ণ এই নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবার পর থেকেই একের পর এক অভিযোগ উঠতে শুরু করে। কখনো বিরোধী ভোটারদের ভোটকেন্দ্রে যাবার ক্ষেত্রে বাধা দান, আবার কখনো পোলিং এজেন্ট এর উপর মারধর করে বের করে দেওয়া। এরকমই অভিযোগে এদিন বেশ কয়েকটি এলাকায় উত্তপ্ত হয়ে ওঠে ভোটের পরিবেশ। এরমধ্যেই ধনপুরে একটি ভোটকেন্দ্রে দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত হলেন শাসকদলের চারজন কর্মী। পরে রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাদের প্রত্যেকের আঘাত গুরুতর হওয়ায় সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে হস্তান্তর করে। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন শাসকদলের চার কর্মী। বিরোধী দলের কর্মীদের হাতে শাসক দলের চার কর্মী আহত হওয়ার ঘটনায় গোটা এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।