কেন্দ্রীয় প্রকল্পসহ রাজ্য সরকারের নিজস্ব বেশ কয়েকটি প্রকল্পে আগরতলা শহরে চলছে কোটি কোটি টাকার নির্মাণ কাজ। সরকারি উদ্যোগে এই নির্মাণ কাজ গুলির মধ্যে অন্যতম হলো রাজধানীর বর্ডার গোলচক্কর এলাকার লাইট হাউস প্রকল্প, পুরাতন মোটর স্ট্যান্ড এলাকায় মাল্টি লেভেল কার পার্কিং ও বাণিজ্যিক কমপ্লেক্স নির্মাণ, কুঞ্জবন টাউনশিপ প্রজেক্ট ইত্যাদি। সোমবার প্রশাসনিক উচ্চপদস্থ আধিকারিকদের সাথে নিয়ে আগরতলা শহরের বেশ কিছু উন্নয়নমূলক নির্মাণ কাজ পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। পরিদর্শন কালে এদিন তিনি প্রথমেই পরিদর্শন করলেন মহিলা কলেজের মাতঙ্গিনী প্রীতিলতা হল। পরে একে একে তিনি পরিদর্শন করলেন রবীন্দ্র শতবার্ষিকী ভবন, লিচু বাগান স্থিত সরকারি সংগীত মহাবিদ্যালয়, ভগৎ সিং যুব আবাস সংলগ্ন কুঞ্জবন টাউনশিপ প্রজেক্ট, কামান চৌমুনি স্থিত টাউনশিপ প্রজেক্ট, পুরাতন মোটর স্ট্যান্ড মাল্টি লেভেল কার পার্কিং এবং কমার্শিয়াল কমপ্লেক্স। সর্বশেষ তিনি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর স্বপ্নের লাইট হাউজ প্রকল্প। বর্ডার গোল চক্কর এলাকায় তৈরি এই লাইট হাউজ প্রকল্পের কাজের অগ্রগতি দেখে অনেকটা সন্তোষ ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। পরে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, কাজের অগ্রগতি এবং গুণগতমান বজায় রয়েছে কিনা তা খতিয়ে দেখতে এই পরিদর্শন। আগামী এপ্রিল মাসের মধ্যে লাইট হাউজ প্রকল্পের কাজ সম্পন্ন হবে বলে এদিন নির্মাণ কাজের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীকে।



