Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যঅস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বেকারদের কর্মসংস্থানসহ বিভিন্ন দাবিতে CPIM এর বিক্ষোভ মিছিল...

অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বেকারদের কর্মসংস্থানসহ বিভিন্ন দাবিতে CPIM এর বিক্ষোভ মিছিল ও সভা

সিপিআইএম কেন্দ্রীয় কমিটির আহব্বানে ১ থেকে ৭ই সেপ্টেম্বর “”নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্রমবর্ধমান দাম বৃদ্ধি”” রোধে প্রয়োজনীয় পদক্ষেপ এবং ব্যাপক কর্মসংস্থানের দাবিতে সপ্তাহব্যাপী ব্যাপক প্রচার আন্দোলন সংঘটিত করার সিদ্ধান্ত নেয়। সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যেও চলছে সিপিআইএম দলের উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচি। রাজ্যের বিজেপি সরকারের সৃষ্ট জনগণের জলন্ত সমস্যা নিরসনে এবং স্থানীয় ইস্যুতে সোমবার সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটি ও মধ্য বনমালীপুর অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে আগরতলা মঠ চৌমনী বাজারে এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।। বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য অমল চক্রবর্তী। সভায় সভাপতিমন্ডলীতে ছিলেন সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটির সম্পাদক সঞ্জয় দাস ও মধ্য বনমালীপুর অঞ্চল কমিটির সম্পাদিকা লিপিকা দাস। তাছাড়াও উপস্থিত ছিলেন পার্টির সদর মহকুমা সম্পাদকমন্ডলীর সদস্য অরুণ সিনহা প্রমূখ। এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম রাজ্য কমিটির সদস্য অমল চক্রবর্তী কেন্দ্র ও রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন। তিনি বলেন নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রে প্রথম সরকারে আসার আগে দেশবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আনার পাশাপাশি বছরে দুই কোটি বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কিন্তু এই দাবি আজও রূপায়ণ করতে পারেনি বিজেপি সরকার। উল্টো বিজিপি সরকারের রাজত্বে জিনিসপত্রের দাম কয়েক গুণ বেড়েছে। এই সরকার পুজিপতিদের স্বার্থ রক্ষা করার জন্য কাজ করছে। বেকারের সংখ্যা দিন দিন বাড়লেও শূন্যপদ গুলিতে কোন নিয়োগ নেই। এই সমস্যা এখন দেশের প্রতিটি নাগরিকের। তাই এই পরিস্থিতিতে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ আনা সহ জনগণের জরুরী দাবি আদায়ের লক্ষ্যে সকল মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য