পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আবারো মর্মান্তিক মৃত্যুর ঘটনা। এবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অকালে প্রাণ হারালেন এক বিদ্যুৎ কর্মী। মৃত বিদ্যুৎ কর্মীর নাম পরিমল দাস। বয়স ৪০ বছর। ঘটনা বোধজংনগর রাজচন্তায় এলাকায়। মৃত বিদ্যুৎ কর্মী পরিমলের বাড়ি রানিরবাজার নলগরিয়া রেডিও সেন্টার সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার রাতে বোধজংনগর রাজচন্তায় এলাকায় নাইট ডিউটি চলাকালীন একটি বিদ্যুৎ লাইন সারাই করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় পরিমল দাস নামে এই বিদ্যুৎ কর্মীর। দুর্ঘটনার পর তার সহকর্মীরা পরিমলকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর পরিমল তাকে মৃত বলে ঘোষণা করে। পরে সহকর্মীদের কাছ থেকে ঘটনার খবর পেয়ে জিবি হাসপাতালে ছুটে আসে মৃত বিদ্যুৎ কর্মী পরিমলের পরিবারের লোকজন। শুক্রবার দুপুরে পরিমলের মৃতদেহটি ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এদিকে বিদ্যুৎ নিগমের আধিকারিকরাও পরিমলের মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে জিবি হাসপাতালে ছুটে আসে। নিগমের আধিকারিকরা প্রাথমিকভাবে কিছু আর্থিক সহায়ত তুলে দেন পরিবারের লোকদের হাতে। একই সাথে তারা আশ্বস্ত করেন আগামী দিনেও যেকোন ধরনের সহায়তা করার।