রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে প্রচুর সংখ্যক শূন্যপদ থাকা সত্ত্বেও নিয়োগ নেই। অথচ রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীরা কাজের জন্য হন্যে হয়ে ঘুরছে। কাজের সন্ধানে বহির রাজ্যে গিয়ে অকালে মৃত্যু পর্যন্ত হচ্ছে রাজ্যের যুবকদের। এমনই অভিযোগ এনে কর্মসংস্থানের দাবিতে আবারো রাস্তায় নামলো বামপন্থী যুব সংগঠন ডি ওয়াই এফ আই এর কর্মীরা। একই সাথে তারা আওয়াজ তুলল নেশার বিরুদ্ধেও। তাদের অভিযোগ গোটা রাজ্য এখন নেশায় ভাসছে। এতে করে ধ্বংসের মুখে যুবসমাজ। প্রশাসন নেশা কারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। যার খেসারত দিতে হচ্ছে সমাজের সব অংশের মানুষকে। শুধু তাই নয় রাজ্যের শিশুকন্যা থেকে বৃদ্ধ মহিলা পর্যন্ত এখন আর সুরক্ষিত নয়। ধ্বংসের পথে রাজ্যের স্বাস্থ্য ও বিদ্যুৎ পরিষেবা। এরকম একগুচ্ছ অভিযোগ ও দাবি নিয়ে আগামী সেপ্টেম্বর মাসে রাজ্যের তিনটি জায়গায় যুব সমাবেশ সংঘটিত করবে ডিওয়াইএফআই। আর এই যুব সমাবেশকে সামনে রেখে চলছে এখন বিভাগ স্তরে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সভা। রবিবার এমনটাই দেখা গেল আগরতলার ড্রপ গেইট এলাকায়। ডি ওয়াই এফ আই ঢুকলি বিভাগীয় কমিটির উদ্যোগে এদিন ড্রপ গেইট এলাকায় অনুষ্ঠিত হয় মিছিল ও সভা। এদিনের এই দাবি আদায়ের কর্মসূচির নেতৃত্ব দেন সংগঠনের রাজ্য সভাপতি পলাশ ভৌমিক ও সম্পাদক নবারুণ দেব। সভায় বক্তব্য রাখতে গিয়ে ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক বলেন ২০১৮ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের বেকারদের নানা প্রলোভন দেখিয়ে ক্ষমতায় আসে বিজেপি। কিন্তু বেকারদের দেওয়া একটি প্রতিশ্রুতিও আজ পর্যন্ত তারা বাস্তবায়িত করেনি। সরকারের বিভিন্ন দপ্তরে প্রচুর শূন্যপদ থাকা সত্ত্বেও নিয়োগ নেই। ডাবল ইঞ্জিনের সরকার রাজ্যের বেকার যুবক-যুবতীদের যে সমস্যা, সেই সমস্যা সমাধানের জন্য কোন ধরনের উদ্যোগ নেই। একইভাবে রাজ্যের স্বাস্থ্য ও বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। হাসপাতাল গুলিতে চিকিৎসক ও নার্সের অভাবে ব্যাহত হচ্ছে পরিষেবা। অথচ এই রাজ্যে এমবিবিএস পাস করার পরেও সরকারি চাকরি নেই। একই অবস্থা নার্সিং এর ক্ষেত্রে। তাই জনগণের জরুরী দাবিগুলি নিয়ে ডিওয়াইএফআইয়ের আন্দোলন কর্মসূচি আগামী দিনেও অব্যাহত থাকবে।