রাজ্যে দেখা দিয়েছে কাজের সংকট। কর্মসংস্থানের জন্য রাজ্যের বেকারদের ছুটতে হচ্ছে বহির রাজ্যে। সরকারি বিভিন্ন দপ্তরে প্রচুর সংখ্যক শূন্য পদ থাকা সত্ত্বেও নিয়োগ নেই। এর মধ্যে আবার নেশায় ভাসছে গোটা রাজ্য। মুখ থুবড়ে পড়েছে স্বাস্থ্য ও বিদ্যুৎ পরিষেবা। রাজ্যের মহিলারা এখন আর সুরক্ষিত নয়। স্কুলগুলিতে শিক্ষকের সংকট থাকায় ব্যাহত হচ্ছে পড়াশোনা। এরকম একগুচ্ছ অভিযোগ এনে এবার রাস্তায় নামলো বামপন্থী যুবরা। শুক্রবার এমনটাই দেখা গেল রাজধানী আগরতলা শহরে। বামপন্থী দুই যুব সংগঠন ডি ওয়াই এফ আই ও টি ওয়াই এফ সদর বিভাগীয় কমিটির উদ্যোগে এদিন রাজ্য সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে সরকারের নীরব ভূমিকার প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠিত হলো যুব মিছিল। শহরের মেলারমাঠ স্থিত ছাত্র যুব ভবন থেকে যুবক যুবতীদের মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলের নেতৃত্ব দেন ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক নবারুণ দেব ও টি ওয়াই এফ এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কুমুদ দেববর্মা। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে যুবনেতা নবারুণ দেব বলেন, রাজ্যে এখন কাজের সংকট দেখা দিয়েছে। সরকারি দপ্তর গুলিতে নিয়োগ বন্ধ। অন্যদিকে আবার গোটা রাজ্যে ভাসছে নেশা। একদিকে কাজ বন্ধ রেখে গলিতে গলিতে নেশার সাম্রাজ্য তৈরি করেছে সরকার। এই নেশার মধ্য দিয়েই ত্রিপুরাকে শেষ করে দেওয়ার জন্য একটা ভয়ংকর ষড়যন্ত্র চলছে। আর এর পেছনে রয়েছে বিজেপি দল। এর বিরুদ্ধেই রাস্তায় নামছে যুবকরা।