“তারিখ পে তারিখ, দিয়ে যা রাহে হে, লেকিন ইনসাফ অভিতাক নেহি মিলা,” বারংবার ডেপোটেশন দেওয়ার পরও উপজাতির ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ এর টাকা এখনো প্রদান করেনি জনজাতি কল্যাণ দপ্তর, তাই একপ্রকার বাধ্য হয়েই বুধবার পুনরায় জনজাতি কল্যাণ দপ্তরে স্কলারশিপের টাকা কবে দেওয়া হবে সেই বিষয় নিয়ে দপ্তরের সম্মুখে ধরনায় বসে বিক্ষোভ প্রদর্শন করে এমনটাই বললেন উপজাতি ছাত্র ফেডারেশনের রাজ্য কমিটির সদস্য। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উপজাতি ছাত্র ফেডারেশনের রাজ্য কমিটির এক সদস্য বলেন চলতি মাসের ৯ তারিখ একই দাবিতে জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার নিকট ডেপোরেশন প্রদান করা হলে তিনি জানিয়েছিলেন ১৫ই আগস্ট এর মধ্যে সমস্ত স্কলারশিপ দিয়ে দেওয়া হবে কিন্তু আজ অবধি কোন পাত্তা নেই, তাছাড়া তিনি এদিন আরো বলেন যারা গরীব অংশের ছাত্র-ছাত্রীরা রয়েছে এবং যারা মেডিকেলে পড়াশোনা করছে তারা এই স্কলারশিপের উপর নির্ভর করেই চলছে, সুতরাং সবকিছু জেনেও দপ্তরের এ ধরনের কর্মকাণ্ড ভালোভাবে নিচ্ছে না ছাত্র ফেডারেশনের সদস্যরা। তাই এদিন তিনি এই মাসের মধ্যে যদি সমস্ত উপজাতি ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ প্রদান না করা হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবেন বলে জানিয়েছেন তিনি, তার পাশাপাশি দপ্তরের অধিকর্তা যদি তাদের সঙ্গে সাক্ষাত করে এই মাসের মধ্যে স্কলারশিপ প্রদানের বিষয়ে সন্মতি না দেয় তাহলে এই বিক্ষোভ কর্মসূচির জারি থাকবে বলে জানান।