প্রতিবছর ২৩আগস্ট দিনটিকে এডিসি দিবস হিসেবে পালন করা। তাই বুধবার রাজ্য জুড়ে ৩৯তম এডিসি দিবস পালন করার হয়। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজ্যের ২৩টি জায়গায় পালন করা হয় দিনটি। মূল অনুষ্ঠানটি হয় আগরতলার প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গনে।সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন, দলীয় পতাকা উত্তোলন করেন রাজ্য সভাপতি আশীষ কুমার সাহা পাশাপাশি অন্যান্য নেতারা দলের শাখা সংগঠনের পতাকা উত্তোলন করেন। পরবর্তীতে ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা।এদিনের কর্মসূচি সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ সাহা বলেন, প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী উপজাতীয় অংশের মানুষের আর্থিক সামাজিক এবং সাংস্কৃতিক বিকাশের কথা চিন্তা করে ষষ্ঠ তফসিল অনুসারে সংবিধানের কিছু পরিবর্তন এনে এডিসি এলাকার গঠন করে ছিলেন। তাই এই দিনটিকে এডিসি দিবসের হিসেবে পালন করা হয়। রাজ্যের ২৩টি জাগাতে যথাযোগ্য মর্যাদার সঙ্গে দিনটি পালন করা হয়। সেই সঙ্গে তিনি অভিযোগ করেন কংগ্রেস সরকার আদিবাসি অংশের মানুষের কল্যাণে যে সকল পদক্ষেপ গ্রহণ করেছিল বর্তমান সরকার এই অধিকারগুলো থেকে আদিবাসী অংশের মানুষদেরকে বঞ্চিত করছে। আদিবাসীদের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানেন তিনি।