Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যরাজধানীতে আয়োজিত হল আম প্রদর্শনী

রাজধানীতে আয়োজিত হল আম প্রদর্শনী

পৃথিবীতে প্রায় এক হাজার জাতের আম রয়েছে। এরমধ্যে সাড়ে তিনশো জাতের আম সারা বিশ্বে বাণিজ্যিক ভাবে চাষ হয়। ত্রিপুরা বাণিজ্যিক ভাবে রাজ্যের চাষ হয় প্রায় ৪০ জাতের আম। রাজ্যে উৎপাদিত বিভিন্ন ধরনের আম নিয়ে বুধবার আগরতলা এক প্রদর্শনীর আয়োজন করা হবে। রাজধানীর নাগিছড়া এলাকার উদ্যান এবং ফল গবেষণা কেন্দ্রে। রাজ্য সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এইজন্য এখন উদ্দাম এবং ফল গবেষণা কেন্দ্রকে সাজিয়ে তোলা হচ্ছে। এই কেন্দ্রের প্রধান ডেপুটি ডিরেক্টর ড. রাজীব ঘোষ সংবাদ মাধ্যমকে জানান রাজ্যে প্রথমবার এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে। উদ্যান ও ফল গবেষণা কেন্দ্রে সারা দেশ এমনকি বিদেশের বিভিন্ন জাতের আম চাষ করা হচ্ছে। মূলত এগুলো পরীক্ষা মূলক ভাবে চাষ করা হচ্ছে রাজ্যের মাটিতে যেগুলো চাষ করলে কৃষকরা বাণিজ্যিক ভাবে লাভবান হবেন এগুলো চাষের জন্য উৎসাহ এবং পরামর্শ দেওয়া হচ্ছে। এর ফলে বিশ্বের সবচেয়ে দামি এবং চাহিদা সম্পন্ন মিয়াজাকি আমও এখানে চাষ করা হচ্ছে। আগামী দিনে যাতে চাষীরা এই আম আরব ব্যাপকভাবে চাষ করতে পারেন তার জন্যতাদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে। সব মিলিয়ে আমের প্রদর্শনীকে কেন্দ্র করে এখন ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর থেকে শুরু করে আগ্রহী চাষীদের মধ্যে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

18 − 7 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য