গোটা রাজ্যজুড়ে রক্ত সঙ্কট দূরীকরণে রক্তদানে এগিয়ে আসার আহবান জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। সেই আবেদনে সাড়া দিয়ে প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে রক্তদান শিবির। উল্লেখ্য, রবিবার রাজ্য সরকারকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে টেট উত্তীর্ণ নবনিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের দ্বারা এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় আগরতলা প্রেস ক্লাবে। উক্ত রক্তদান শিবিরের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের কেবিনেট মন্ত্রী রতন লাল নাথ। এদিন রক্তদাতাদের উৎসাহিত করতে তাদের সাথে কথা বলেন মন্ত্রী শ্রী নাথ। এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের সকল স্তরের জনগনের কাছে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। পাশাপাশি এদিন রাজ্যের রক্ত সংকটের পরিসংখ্যান তুলে ধরেন তিনি। গত ২২-২৩ অর্থ বছরে ৪২,৪৮১ ইউনিট রক্ত সম্পন্ন হয়েছে রাজ্য সরকারের ডাকে সাড়া দিয়ে। এছাড়াও তিনি রক্তদানের প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। পাশাপাশি এদিন তিনি, টেট পাশ শিক্ষার্থীদের চাকুরি প্রদানের ক্ষেত্রে রাজ্য সরকারের সাফল্য তুলে ধরেন।