গত বহুদিন ধরেই রাজ্যে তাপমাত্রা ছিল তীব্র। ৪০° এর উপরে। এর থেকে স্বস্তি চাইছিল রাজ্যের জনগণ। কিন্তু গতকাল বিকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচুর পরিমাণে শিলা বৃষ্টি হয়। যার ফলে অতিরিক্ত তাপমাত্রা থেকে স্বস্তি মিললেও ক্ষয়ক্ষতি হয় প্রচুর। ,এই শিলা বৃষ্টির ফলে রাজধানী আগরতলার ৪৪নং পৌর ওয়ার্ডের ১নং বুথে বহু পরিবারের প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। বাপি দাসগুপ্ত, মহামায়া দাস, অমৃত শুক্ল দাস,অসিত দাস, আসিস কুমার দাস,সন্দা মজুমদার,জুটন ঘোষ,সুজিত সাহা,অমিত দেবের পরিবার সহ আরো প্রচুর পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।বর্তমানে উনাদের বাড়িতে থকার ব্যেপক অসুবিধার সম্মুখিন হচ্ছে। এখন ক্ষতিগ্রস্ত পরিবাররা সরকারি সহযোগিতার জন্য দাবি করছেন।এখন দেখার বিষয় সরকার ক্ষতিগ্রস্ত পরিবারদের সাহায্যের হাত বাড়িয়ে দেয় কিনা।তবে সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে পরিবারগুলো অনেকটাই উপকৃত হবে বলে মনে করছেন রাজ্যের সুবুদ্ধি সম্পূর্ণ মানুষরা।