নিগমের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর প্রথমবারের মতো বোধজংনগর শিল্পনগরী পরিদর্শন করলেন নবাদল বনিক। এলাকার বিধায়ক ও নিগমের আধিকারিকদের সাথে নিয়ে তিনি শিল্পনগরী পরিদর্শন শেষে উদ্যোগী ভবনে শিল্পপতিদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের শিল্পের উন্নয়নে উদ্যোগীদের সব ধরনের সহযোগিতা করা আশ্বাস দেন চেয়ারম্যান শ্রী বণিক।রাজ্যের শিল্প উন্নয়ন নিগমের নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত হন বিজেপি যুব মোর্চার প্রদেশ সভাপতি বিশালগড় এলাকার বাসিন্দা নবাদল বণিক। প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান রাজ্য সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী টিংকু রায়ের স্থলাভিষিক্ত হলেন তিনি।