মঙ্গলবার নেতাজি চৌমুহনী এলাকায় একটি দোকানের মধ্যে চুরি করতে এসে হাতে নাতে ধরা পরল এক চোর।। ব্যবসায়ী ফণীভূষণ দেয় অভিযোগ করেন একটি কাজে তিনি বাড়িতে যান দোকান ছিল খালি এরই মধ্যে ওই চৌমুহনী দোকানের মধ্যে প্রবেশ করে।। দোকানে থাকা ১৩০০ টাকা চুরি করে পালানোর সময় পথ চলতি মানুষ বিষয়টি দেখে সঙ্গে সঙ্গে ওই চোরকে হাতে নাতে ধরে ফেলে দেওয়া হয় উত্তম মধ্যম।।এরই মধ্যে পশ্চিম থানায় খবর দেয়া হলে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ওই চোরকে আটক করে থানায় নিয়ে যান।। জানা যায় আটক করা চোরের নাম টুটন বর্ধন বাড়ি মেলাঘর এলাকায়।। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী মানুষদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়।।