রাজধানীতে বর্তমানে চুরের দৌরাত্ম অনেকটাই বেড়ে গেছে, রাতের পাশাপাশি দিনদুপুরেও চালাচ্ছে তান্ডব। সম্প্রতি বাইক চুরি কান্ডে মাস্টার মাইন্ড টুটন দাসকে আটক করে পশ্চিম আগরতলা থানার পুলিশ। বুধবার চুর টুটন দাসকে জিজ্ঞাসাবাদ এর পর তাকে নিয়ে চারটি বাইক উদ্ধার করলেন সদর SDPO সহ পশ্চিম আগরতলা থানা পুলিশ l জিজ্ঞাসাবাদ পর্ব এখনো চলছে l পাশাপাশি তার সঙ্গে কে বা কারা রয়েছে পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে l বুধবার চোরকে নিয়ে প্রথমে যায় পুলিশ রেল স্টেশনে l সেখান থেকে তিনটি বাইক উদ্ধার করা হয় l এর পর বেলতলী রাস্তার পাশে আরেকটি বাইক উদ্ধার করে পুলিশ l তাকে জিজ্ঞাসাবাদ এর মাধ্যমে বাইক চোর চক্রকে গ্রেফতার করতে পারবে বলে বক্তব্য পুলিশের l