Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যগ্রামীণ অর্থনীতির বিকাশে প্রাণীসম্পদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : প্রাণীসম্পদ বিকাশমন্ত্রী

গ্রামীণ অর্থনীতির বিকাশে প্রাণীসম্পদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : প্রাণীসম্পদ বিকাশমন্ত্রী

গ্রামীণ অর্থনীতির বিকাশে প্রাণীসম্পদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই প্রাণীপালকদের রোজগার বৃদ্ধির জন্য প্রাণীসম্পদ বিকাশ দপ্তর বিভিন্ন পরিকল্পনা নিয়েছে। রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে প্রাণী খাদ্যের ঘাটতি পূরণেও উদ্যোগ নিয়েছে দপ্তর। আজ কাঞ্চনবাড়ি মাল্টিপারপাস কমিউনিটি হলে ঊনকোটি জেলাভিত্তিক একদিবসীয় পশুধন মেলা ও প্রদর্শনীর উদ্বোধন করে একথা বলেন প্রাণীসম্পদ বিকাশমন্ত্রী সুধাংশু দাস। পশুধন মেলা ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান বিপ্লব সিং চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানের আগে প্রাণীসম্পদ বিকাশমন্ত্রী, ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস মেলায় প্রাণীপালকদের গৃহপালিত গরু, ছাগল, হাঁস, মোরগ প্রদর্শনী ঘুরে দেখেন। পাশাপাশি প্রাণীসম্পদ বিকাশ দপ্তর, মৎস্য দপ্তর ও স্বসহায়ক দলের প্রদর্শনী স্টলগুলি ঘুরে দেখেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস বলেন, এই মেলার ফলে প্রাণীপালন ও মৎস্যচাষে রাজ্য সরকার তাদের জন্য কিভাবে কাজ করছে সে বিষয়ে প্রাণী পালকগণ সচেতন হতে পারবেন। প্রাণীপালকদের সচেতন করতে রাজ্যের বিভিন্ন প্রান্তে এ ধরনের মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। তিনি বলেন, গৃহপালিত প্রাণী যাতে রোগমুক্ত থাকে তারজন্য দপ্তর যেমন প্রতিষেধক টিকার ব্যবস্থা করে তেমনি ভ্রাম্যমান ভ্যানের মাধ্যমেও প্রাণীর চিকিৎসা করার ব্যবস্থা করছে সরকার। দপ্তরের কাজের মূল অভিমুখ হলো, প্রাণীপালকদের বিভিন্ন প্রকল্পের সাথে যুক্ত করে রাজ্যের প্রোটিন জাতীয় খাদ্যের ঘাটতি মেটানো ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে ঊনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস বলেন, যারা প্রাণীপালন ও মৎস্যচাষের সাথে যুক্ত রয়েছেন তাদের কাছে এ জাতীয় মেলা ও প্রদর্শনী খুবই গুরুত্বপূর্ণ। প্রাণীপালনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সুদৃঢ় করতে উন্নত প্রাণী খাদ্যের যোগান ও চিকিৎসার উপর গুরুত্ব দিতে হবে। এজন্য প্রাণীপালকদের পেশাদারি হওয়ার জন্যও তিনি আহ্বান জানান। তিনি বলেন, পশুপালন অত্যন্ত লাভদায়ক ক্ষেত্র। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দপ্তরের ঊনকোটি জেলার প্রাণীসম্পদ বিকাশ কার্যালয়ের উপঅধিকর্তা ডা. সমীরণ সিনহা। উপস্থিত ছিলেন জেলার মৎস্য উপঅধিকর্তা জয়ন্ত চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে অতিথিগণ প্রাণীপালকদের পুরস্কৃতও করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eleven + 12 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য