সি পি আই এম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে রাজধানীর মেলারমাঠস্থিত ভানু ঘোষ স্মৃতি ভবনের সন্মুখে যথাযোগ্য মর্যাদায় পালিত হল ৭৩ তম প্রজাতন্ত্র দিবস। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন দেশের নানা জাতীর কৃষ্টি সংস্কৃতি সংবিধানে লিখিত আছে, কেননা আমাদের সংবিধান হল ধর্মনিরপেক্ষ, গনতান্ত্রিক। তাছাড়া আমাদের দেশের সংবিধানে হিন্দু, মুসলিম, শিখ, জৈন, খ্রীস্টান সমস্ত ধর্মের মানুষেরা একত্রিত হয়ে যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিল তার যে চেতনা সেই চেতনা সংবিধানে লিখিত আছে বলে জানান সিপিআইএম পশ্চিম জেলা সম্পাদক রতন দাস। এদিনের অনুষ্ঠানে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষনীয়।