Monday, September 9, 2024
বাড়িখবররাজনৈতিক২৪শে জুলাই অনুষ্ঠিত হবে তেলিয়ামুড়া মার্চেন্ট এসোসিয়েশনের নির্বাচন

২৪শে জুলাই অনুষ্ঠিত হবে তেলিয়ামুড়া মার্চেন্ট এসোসিয়েশনের নির্বাচন


আগামী ২৪ শে জুলাই তেলিয়ামুড়া মার্চেন্ট এসোসিয়েশনের নির্বাচন অনুস্টিত হইবে। এর জন্য বুধবার ছিল মনোনয়ন পএ দাখিলের শেষ দিন। আর স্ক্রুটিনি হবে ৭ জুলাই দাখিল করা মনোনয়ন পএ গুলি। এই নির্বাচনকে ঘিরে তেলিয়ামুড়া বাজারের ব্যবসায়ীরা ২ টি প্যানেল গঠিত হয়৷ বুধবার নিরপেক্ষ ব্যবসায়ী ঐক্য প্যানেল থেকে অভিশ্রুতি বর্মনের নেতৃত্বে ১১ জন মনোনয়ন পএ এবং উন্নয়নশীল ব্যবসায়ী মঞ্চ প্যানেলের অরুন পালের নেতৃত্বে ১১ জন মনোনয়ন পএ দাখিল করে রিটার্নিং অফিসার পরেশ চন্দ্র বিশ্বাস এর কাছে। দাখিল করা মনোনয়ন পএ গুলি ৭ ই জুলাই অর্থাৎ বৃহস্পতিবার স্ক্রুটিনী করা হবে বলে জানান রিটার্নিং অফিসার পরেশ চন্দ্র বিশ্বাস। উল্ল্যেখ থাকে, তেলিয়ামুড়া মার্চেন্ট এসোসিয়েশনের নির্বাচন অনুস্টিত হয় প্রতি ৫ বছর অন্তর অন্তর । কোভিডের কারনে এক বছর বিলম্ব হয়। এসোসিয়েশনের পূর্বতন কমিটির মেয়াদ কাল শেষ হয় কিছু দিন পূর্বে। তাই আগামী ২৪ শে জুলাই নির্বাচন অনুস্টিত হবে। বুধবার ২ টি প্যানেলের নেতৃত্বদের মনোনয়ন পএ দাখিলের পর নিরপেক্ষ ব্যবসায়ী ঐক্য প্যানেলের নেতৃত্ব মধুসূদন রায় জানান, বাজার কমিটির জন্য প্রতি ৫ বছর অন্তর অন্তর নির্বাচন অনুস্টিত হয়। তাই এবার নির্বাচন অনুস্টিত হবে আগামী ২৪ শে জুলাই। তবে এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা হল ১৫৬৯ জন।।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য