Monday, September 9, 2024
বাড়িখবররাজনৈতিকআগামী ২৩ জুন রাজ্যে চারটি বিধানসভা আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে ।

আগামী ২৩ জুন রাজ্যে চারটি বিধানসভা আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে ।

উপনির্বাচনের জন্য আনুষ্ঠানিভাবে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । রাজ্যের যে চারটি বিধানসভার আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলি হল ৬ – আগরতলা , ৮ – টাউন বড়দোয়ালি , ৪৬ – সুরমা ( এসসি ) ও ৫৭ – যুবরাজনগর । রাজ্য নির্বাচন দপ্তর থেকে জানানো হয়েছে , উপনির্বাচনে প্রতিদ্বন্দিতা করার জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ হল আগামী ৬ জুন , ২০২২ ( সোমবার ) । মনোনয়নপত্র পরীক্ষা করা হবে ৭ জুন , ২০২২ ( মঙ্গলবার ) । মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন হল আগামী ৯ জুন , ২০২২ ( বৃহস্পতিবার ) । আগামী ২৩ জুন , ২০২২ চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট গ্রহণ করা হবে সকাল ৭ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত । নির্বাচন প্রক্রিয়া শেষ হবে আগামী ২৮ জুন , ২০২২ ( মঙ্গলবার ) এর আগে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eleven + 11 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য