ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমা হাসপাতালের আওতাধীন সুকান্তনগর উপস্বাস্থ্যকেন্দ্রের অধীন সুকান্তনগর এলাকায় স্বাস্থ্যকর্মীরা গত ৩০ মে নবজাত শিশুদের বাড়ি বাড়ি পরিদর্শন করেন । উক্ত কর্মসূচিতে আশাকর্মীরা নবজাত শিশুর ওজন পরিমাপ করেন এবং শিশুকে মায়ের বুকের দুধ পান করানোর গুরুত্ব ও ছয় মাস পর্যন্ত শিশুদের শুধুমাত্র মায়ের বুকের দুধ পান করানো এবং ছয় মাস পর থেকে অন্যান্য পরিপূরক ও সুষম পুষ্টিকর খাদ্য খাওয়ানোর জন্য পরামর্শ প্রদান করেন । মায়েদের পুষ্টিকর খাদ্য গ্রহণ করার ব্যাপারেও পরামর্শ প্রদান করা হয় । এই কর্মসূচিতে কুমারঘাট সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের আশা ফেসিলিটেটর রিঙ্কু দত্ত ও আশাকর্মী সাবিত্রী দেবনাথ অংশগ্রহণ করেন । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।